লোকনাথ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রিয় খাদ্য প্রতিমন্ত্রী

এক্সক্লুসিভ নিউজ রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: 2 মিনিট

বারাসাত পশ্চিম পৌরমন্ডলের উদ্যোগে বাবা লোকনাথ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রিয় খাদ্য প্রতিমন্ত্রী এদিন দলের পক্ষ থেকে তাকে সম্মান জানানো হয়। পাশাপাশি কেন্দ্রিয় খাদ্য প্রতিমন্ত্রী স্বাধ্বী নিরঞ্জনা জ্যোতিকে তিনি বলেন গণতান্ত্রিক দেশে ভোটিং ব্যবস্থাকে আমরা সম্মান করি ইলেকশন কমিশনের ব্যবস্থাটাকে তাকে আমরা সম্মান করে এটাই বলব যে যারা জিতেছেন তাদের আমরা ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের কার্যকর্তা যারা ভোটে কাজকর্ম করেছেন তাদের আমরা ধন্যবাদ জানাচ্ছি তিনি আরো বলেন যে ওনারা জিতেছেন ঠিকই এবং যদি হেরে যেতেন তবে বলতেন যে ইভিএম এর কোন গন্ডগোল আছে শুধু উনারাই নন সকল বিরোধীরা একই কথা বলতেন। এখন আমরা হেরেছি ঠিকই আমরা আবার জিতবো, প্রজাতান্ত্রিক দেশে ভোটিং ব্যবস্থাটিকে সকলের সম্মান করা উচিত রাজনীতিতে হারজিত থাকেই।

আরও পড়ুন:  মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে ভাঙতে পারে বিজেপির সংগঠন

 

তিনি আরো বলেন আমি বারাসাত বিধানসভা ক্ষেত্রে এসছি, এখানকার কিছু সমস্যা দেখার জন্য কদিন আগেই আমি বহরমপুর লোকসভা কেন্দ্রে গিয়েছিলাম সেখানে একজন অবসরপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বাড়ি ভেঙে ফেলা হয় শুধুমাত্র এই কারণে যে তিনি একজন বিজেপির সমর্থক এছাড়া অন্যান্য জায়গায় শোনা যায় যে কোন একটি মেয়েকে বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে তার মৃত্যুর পরেও সঠিক সম্মান দেওয়া হয়নি ।

তখন যখন তাকে প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গে ছত্রিশ হাজার প্রাথমিক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তার উত্তরে তিনি বলেন যে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং মমতা ব্যানার্জি সরকার সবদিক থেকে একদম ফেল। অন্য দিকে অনুপ বোস বারাসাত পশ্চিম পৌরমন্ডল সভাপতি জানান লোকসভায় প্রভাস চলছে সেই উপলক্ষে আজ বারাসাত লোকনাথ মন্দিরে পুজো দিলেন আজ কেন্দ্রীয় খাদ্য প্রতিমন্ত্রী করোনা কালে যে ভাবে ৮০ কোটি মানুষকে যেভাবে খাদ্যদ্রব্য সরবরাহ করা হয়েছে পিছিয়ে পড়া মানুষের জন্য তিনি খাদ্যের ব্যবস্থা করেছিলেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *