পুরভোট শান্তিপূর্ণ করতে একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

পুরভোট শান্তিপূর্ণ করতে আগেই নানা পদক্ষেপ করেছিল রাজ্য নির্বাচন কমিশন। এ বার ভোট চলাকালীন প্রশাসনকে প্রতি ঘণ্টায় রিপোর্ট পাঠানোর নির্দেশ দিল কমিশন। শনিবার স্বরাষ্ট্রসচিব, ডিজি এবং পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে করেন রাজ্য নির্বাচন কমিশনার। তিনি জানান, আইনশৃঙ্খলা নিয়ে প্রতি ঘন্টায় রিপোর্ট পাঠাতে হবে কমিশনে।

মেয়াদ উত্তীর্ণ ১১১টি পুরসভার ভোট প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলাদা করে বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার। ২৩ ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে হাইকোর্টে জানাতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। মেয়াদ উত্তীর্ণ বাকি পুরসভাগুলির ক্ষেত্রে দফা ভিত্তিক রাজ্য পুলিশের কত সংখ্যক বাহিনী পাওয়া সম্ভব, তা নিয়েও আলোচনা হয়েছে।

প্রতি ভোটগ্রহণ কেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা লাগু থাকবে৷ চার জনের বেশি জমায়েতে নিষেধ করা হয়েছে৷ ৫০টি নাকা চেকিং পয়েন্ট করা হয়েছে। ডায়মন্ড হারবার, হাওড়া ও বিধাননগর অঞ্চলেও নাকা চেকিং চলবে। বহিরাগত অনুপ্রবেশ ঠেকাতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য নির্বাচন কমিশনের। হোটেল, লজ সহ বিভিন্ন জায়গায় তল্লাশি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:  অশোকনগর দৌলতপুর এলাকায় শনিবার শুরু হল তেল ও গ্যাস উত্তোলন, পরিদর্শনে নারায়ন গোস্বামী

২৫টি কিউআরটি এবং ৩৫টি এইচআরএফসি মোতায়েন থাকবে। এছাড়াও মোবাইল পেট্রলিং এর জন্য ১৪০টি মোটর সাইকেল রাখা হয়েছে। স্পর্শকাতর এলাকাগুলির উপর ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই উত্তর কলকাতা থেকে দক্ষিণ, কলকাতার বিস্তীর্ণ অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করেছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র। কলকাতা ও রাজ্য মিলিয়ে মোতায়েন প্রায় ২৩ হাজার পুলিসকর্মী মোতায়েন থাকছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *