সাংবাদিক উদয় বসু ও আলোক ঘোষের পরিবারকে সরকারি সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার প্রশাসনিক বৈঠক এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিভিন্ন প্রশাসনিক কাজকর্মের বিষয়ে নিয়ে জেলার প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান এবং বিধায়কের সঙ্গে কথা বলেন তিনি। বৈঠকের শেষ পর্বে উত্তর ২৪ পরগনা জেলার সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে আজকাল পত্রিকার সাংবাদিক উদয় বসুর মৃত্যুর কথা জানানো হয় মুখ্যমন্ত্রীকে।একই সঙ্গে জানানো হয় সাংবাদিক আলোক ঘোষের কথাও।

যদিও আগেই সাংবাদিকদের করোনা যোদ্ধা হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত সাংবাদিকরা করোনায় প্রয়াত হয়েছেন তাদের পরিবারকে আর্থিক সাহায্য করেছে রাজ্য সরকার। তবে উত্তর ২৪ পরগনার এই দুই সাংবাদিকের পরিবার কোনরকম সরকারি সাহায্য এখনও পর্যন্ত পায়নি। এদিন গোটা বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন উত্তর ২৪ পরগনা জেলার সাংবাদিকরা।

আরও পড়ুন:  নারায়না মাল্টিস্পেশালিটি হসপিটালে হার্ট সংক্রান্ত একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই দুই সাংবাদিকের প্রয়াণের খবর তার জানা ছিল না। তিনি বিষয়টি সম্পর্কে অবগত হলেন। তাদের পরিবারকে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *