কেন্দ্র দিচ্ছে না, কলকাতায় বন্ধ কোভ্যাক্সিনের টিকা

রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

হাতে থাকা কোভ্যাক্সিনের স্টক শেষ৷ এর জেরে কলকাতায় ধাক্কা খেতে পারে টিকাকরণ কর্মসূচি৷ এমনটাই আশঙ্কা বিশেষজ্ঞদের৷কলকাতা পুরসভার কোভ্যাক্সিনের টিকার ভাঁড়ার শূন্য৷ তাই আপাতত কলকাতায় কোভ্যাক্সিন দেওয়া বন্ধ করা হচ্ছে৷ পুরসভা সূত্রে খবর, আগামিদিনে টিকা না এলে কলকাতায় কোভ্যাক্সিন দেওয়া যাবে না৷ পুরসভার ঘোষণায় মাথায় হাত পড়ে গিয়েছে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজের আশায় থাকা মানুষ৷ টিকা নেওয়ার নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে কী করবেন সেই ভেবেই কূলকিনারা খুঁজে পাচ্ছেন না তাঁরা৷

টিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বহুবার বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, রাজ্যে ১৪ কোটি টিকা প্রয়োজন৷ কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্র ২ কোটি ১২ লক্ষ টিকা পাঠিয়েছে৷ রাজ্য ৬০ কোটি টাকা দিয়ে ১৮ লক্ষ টিকা কিনেছে৷ রাজ্যের দৈনিক ১০ লক্ষ টিকা দেওয়ার ক্ষমতা আছে৷ কিন্তু টিকা না পেলে সেটা দেওয়া সম্ভব নয়৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, টিকা নিয়ে রাজনীতি করছে কেন্দ্র৷ বাংলাকে বঞ্চনা করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেশি করে টিকা দেওয়া হচ্ছে৷

আরও পড়ুন:  শহিদদের উদ্দেশ্যে তর্পণ ভাটপাড়ার তৃণমূল কর্মীদের

টিকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু সেই চিঠির উত্তর আসে না বলে আক্ষেপের সুর ঝরে পড়ে মুখ্যমন্ত্রী গলায়৷ তবুও বিভিন্ন ঘটনা নিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তিনি করবেন বলে জানিয়েছেন৷ এদিকে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে করোনার প্রথম টিকা পেয়েছেন ৫৪ লক্ষ ৫৩৩ জন৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ লক্ষ ৫ হাজার ৯৬১ জন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *