এগিয়ে বাংলা ওয়েবডেস্কঃ ধসে বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। স্তব্ধ সিকিম সংযোগকারী এই লাইফলাইন। রবিবার রাত থেকে পাহাড়ে প্রবল বর্ষণের কারণে ধস নামে কালিঝোড়ার কাছে ১০ নম্বর জাতীয় সড়কে। ধসের খবর মিলেছে কালিম্পং জেলার মংপু ফাটকের কাছেও। জানাগেছে, এদিন ভোর সাড়ে তিনটে নাগাদ ধস নামে সেবক থেকে কালিঝোড়া যাওয়ার রাস্তায় আন্ধেরি ঝোড়াতে।
পাহাড়ের ওপর থেকে রাস্তায় নেমে আসে বড়বড় পাথরের চাই। ধসে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যায় ১০ নম্বর জাতীয় সড়ক। ধসের কারণে দাঁড়িয়ে পড়ে প্রচুর সংখ্যক পর্যটকবাহী গাড়ি। আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকেরা। এদিন ভোর সাড়ে ৫ তা থেকে ধস সরানোর কাজ শুরু করে পূর্ত দপ্তরের এন-এইচ এর ৯ নম্বর ডিভিশন। চলছে রাস্তার ওপর থেকে যুদ্ধকালীন তৎপরতায় ধস সরানোর কাজ। আশা করা হচ্ছে দুপুরের মধ্যেই রাস্তার ওপর থেকে ধস সরিয়ে স্বাভাবিক করা সম্ভব হবে যানচলাচল।
এদিন ধসের খবর মিলেছে কালিম্পং জেলার মংপু ফাটকের কাছেও। তবে সকালেই এই জায়গা গুলোতে ধস সরিয়ে যানচলাচল স্বাভাবিক করেছে জেলা প্রশাসন। ১০ নম্বর জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গায় রাস্তা বসে গিয়েছেও বলে খবর। কালিম্পং জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, কালিঝোড়ার কাছে ধসে রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে পেশক মংপু লাভা গরুবাথান রোড দিয়ে যানচলাচল করছে।।