অসুস্থ মুকুল রায়, ভর্তি SSKM

রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

গুরুতর অসুস্থ মুকুল রায়। তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে রাখা হয়েছে সদ্য় তৃণমূলে যোগ দেওয়া কৃষ্ণনগর উত্তরের বিধায়ককে। তাঁর চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করেছে এসএসকেএম কর্তৃপক্ষ। আপাতত তাঁর শারীরিক সমস্য়ার গতিপ্রকৃতি জানতে বিভিন্ন পরীক্ষা করা হবে। তবে ঠিক কী সমস্য়া মুকুল রায়ের সেটা সম্পর্কে এখনই কিছু জানায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

মুকুল রায়ের পরিবার সূত্রে জানা যাচ্ছে, গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর ডায়াবেটিসের সমস্য়া রয়েছে। এছাড়াও আরও কয়েকটি শারীরিক সমস্য়া তৈরি হয়েছিল। এদিন কলকাতার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, এই খবর পাওয়ার পরই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় মুকুল রায়ের ছেলে শুভ্রাংশুকে ফোন করে খবর নিয়েছেন।

আরও পড়ুন:  নিয়ন্ত্রনে শুশুনিয়া পাহাড়ের আগুন, ক্ষতিগ্রস্থ বহু গাছপালা ও জীবজন্তু

একুশের নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর থেকে বিধানসভা ভোটে জিতে আসেন মুকুল রায়। এটাই তাঁর কোনও নির্বাচনে প্রথম জয়। তিনি জিতলেও বিধানসভায় পর্যুদস্ত হয়েছে বিজেপি। এরপরই তিনি বেসুরো হয়েছিলেন। পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের উপস্থিতিতে। দলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও তাঁকে দলে নেওয়ার বিষয়ে উদ্য়োগী হয়েছিলেন বলে জানা গিয়েছিল। কিন্তু তৃণমূলে যোগ দেওয়ার পরই একের পর এক বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন মুকুল রায়। ফলে তাঁর শারীরিক ও মানসিক সুস্থতা নিয়েই প্রশ্ন উঠে যায়।

মুকুল রায়ের পরিবার সূত্রে খবর, বৃহস্পতিবার সাধারণ পরীক্ষা করাতেই এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন তিনি। কিন্তু চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করার পর ভর্তির পরামর্শ দেন। এরপরই উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর কেবিনে ভর্তি করে নেওয়া হয় মুুকুল রায়কে। জানা যাচ্ছে, সাত সদস্য়ের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে ইতিমধ্য়েই। যার নেতৃত্বে চিকিৎসক গৌতম গঙ্গোপাধ্যায়। মুকুল রায়ের ডায়াবেটিক সমস্য়া ছাড়াও সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা অনেকটা বেড়ে গিয়েছে। ফলে তিনি ডিমেনশিয়ায় আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *