মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড

রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে প্রথম দিনেই রেকর্ড আবেদন জমা পড়ল । রাজ্য সরকারের দেওয়া তথ্য বলছে, প্রথম দিনই আবেদন করেছেন প্রায় 10 লাখ মানুষ । এই তথ্য যে কোনও সরকারি প্রকল্পের জন্য একদিনে আবেদনের ক্ষেত্রে রেকর্ড । এমনই জানিয়েছে নবান্ন ।

মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর ঘোষণা করেছিলেন, বাড়ির মহিলাদের মাসিক হাত খরচ দেওয়ার জন্য রাজ্য সরকার একটি প্রকল্প নিয়ে আসছে । যার নাম লক্ষ্মীর ভাণ্ডার । গতকাল অর্থাৎ সোমবার তার আনুষ্ঠানিক সূচনা হয় । দুয়ারে সরকারের মাধ্যমে নিজের এলাকায় তথা পাড়ায় বসেই এই প্রকল্পের জন্য আবেদন করেছেন মহিলারা । নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, বিভিন্ন প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য 883টি শিবিরে প্রথম দিনেই প্রায় 15 লাখ আবেদন জমা পড়েছে । এই আবেদনের 70 শতাংশ অর্থাৎ প্রায় 10 লাখ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র জমা করেছেন প্রথম দিনেই । গ্রাম, শহর, মফঃস্বল মিলিয়ে অন্য কোনও প্রকল্পে নাম নথিভুক্তকরণের জন্য এমন উন্মাদনা এই প্রথম ।

আরও পড়ুন:  সপ্তমীর মধ্যেই শেষ করুন ঠাকুর দেখা, নাহলে ভিজতে হতে পারে বৃষ্টিতে

গতকাল ভোর রাত থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই প্রকল্পের লাভ নেওয়ার জন্য মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো । সমাজের নানা স্তর থেকে মহিলারা এই প্রকল্পের সুযোগ নেওয়ার জন্য নাম নথিভুক্ত করিয়েছেন । রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে, এবার এদের মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে নির্দিষ্ট শর্ত মেনে মহিলাদের হাতখরচ দেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *