অশোকনগর দৌলতপুর এলাকায় শনিবার শুরু হল তেল ও গ্যাস উত্তোলন, পরিদর্শনে নারায়ন গোস্বামী

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা ওয়েবডেস্কঃ অশোকনগর বাইগাছি পর অশোকনগর দৌলতপুর এলাকায় ১৫ বিঘা জমির ওপর তৈরি হয়েছিল তেল ও প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র। সেই জায়গাতেই শনিবার শুরু হয় তেল ও গ্যাস উত্তোলন। এদিন স্থানীয় বিধায়ক নারায়ন গোস্বামী সমস্ত জায়গা ঘুরে দেখেন।

জানা যায় অশোকনগর জুড়ে আগামী দুবছরে ১৪ টি জায়গায় বোরিং করে প্রাকৃতিক গ্যাস ও তেল খনন চলবে। অশোক নগর বাইগাছি পর দৌলতপুর এলাকায় বোরিং এর মাধ্যমে তেল ও প্রাকৃতিক গ্যাস তোলার কাজ শুরু হয়ে গেল। আপাতত চারটি জায়গায় আরো হরিণ করতে চলেছে ওএনজিসি। ওএনজিসি তরফ থেকে জানা যায় গ্রুপ-বি, সি ও ডি যে সমস্ত কর্মী প্রয়োজন তা এলাকা থেকেই নেয়া হবে। এছাড়া যে সমস্ত জমি কৃষকদের থেকে নেয়া হচ্ছে তার সঠিক মূল্যায়নের পয়সা দেয়া হবে কৃষকদের।

আরও পড়ুন:  ধেয়ে আসছে নিম্নচাপ! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যার আশঙ্কা

পাশাপাশি সরকারি জমি যদি থাকে সেখান থেকে সরকারের সঙ্গে কথা বলে তেল ও গ্যাস খনন করা হবে। অশোকনগর জুড়ে খুবই উন্নত মানের তেল ও গ্যাস উঠে আসে এটি একটি ওএনজিসি এর সাফল্য বলেই দাবি করেন। পাশাপাশি অশোকনগরের আশেপাশে যে সমস্ত জায়গা থেকে কৃষকদের সঙ্গে জমি নেয়া হবে তাদের সঙ্গেও কথা চলছে।

এদিন দৌলতপুর এলাকা থেকে যে ব্ল্যাক গোল্ড উত্তোলন হয় উপহার সরুপ স্থানীয় বিধায়ক নারায়ন গোস্বামী কেউ দেয়া হয়। পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই কারণেই মুখ্যমন্ত্রীর কাছেও এই স্যাম্পেল পাঠানো হবে এমনটাই জানা যায়।

আগামী দিনে অশোকনগর জুড়ে প্রচুর কর্মসংস্থান হবে এমনটাই জানা যায়। এত ভালো মাপের প্রাকৃতিক গ্যাস ও তেল উত্তোলন হচ্ছে স্বাভাবতই খুশির হাওয়া বইছে অশোকনগর জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *