এগিয়ে বাংলা নিউজ ডেস্কঃ রাজ্য সরকার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বেশকিছু শিল্প পার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। সেখান থেকে ইতিমধ্যেই আঠারোটি এই ধরনের শিল্পপার্ক তৈরির প্রস্তাব জমা পড়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সম্প্রতি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আগে মালদহ ও কোচবিহার থেকে আরও দু’টি করে বেসরকারি জমিতে শিল্পতালুক গড়ার প্রস্তাব এসেছে। জমিও চিহ্নিত করা হয়েছে।
এছাড়া দার্জিলিংয়ের গাড়িধুরায় বারো একর জমির উপরে একটি পূর্ণাঙ্গ তথ্য প্রযুক্তি পার্ক গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি মাসে প্রস্তাবিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে দেশ বিদেশ থেকে আগত শিল্পপতিদের কাছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিনিয়োগের প্রস্তাব রাখা হবে বলে সরকারি সূত্রের খবর।
উল্লেখ্য ক্ষুদ্র শিল্প উন্নয়ন নিগম ইতিমধ্যেই শিলিগুড়ির ডাবগ্রামে একটি ক্ষুদ্র শিল্প পার্ক গড়ে তোলার জন্য তিরিশ একর জমি হাতে পেয়েছে। এইজন্যে প্রকল্পের বিশদ রিপোর্ট তৈরীর কাজ শুরু হয়েছে।
প্রশাসন সূত্রে মুখ্যমন্ত্রী জেনেছিলেন,ডাবগ্রামে একটি বড় জমি রয়েছে। যা দখল হয়ে যাচ্ছে। ওই জমিতে একটি ক্ষুদ্রশিল্প পার্ক গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন তিনি। দিন ১৫ আগে সেই জমি হাতে পেয়েছে রাজ্যের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগম। ওই ৩০ একর জমিতে এবার পরিকাঠামো গড়ার কাজ শুরু হতে চলেছে শীঘ্রই।
মূলত চা, আসবাবপত্র, কাঠের বাসন ও বিভিন্ন ধরনের ক্ষুদ্রশিল্পের ইউনিট তৈরি হবে ডাবগ্রামের এই শিল্প তালুকে। এ ক্ষেত্রে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে।