ডিসেম্বরেই হোক পুরভোট,নির্বাচন কমিশনকে চিঠি লিখে দাবি রাজ্যের

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

আগামী ১৯ ডিসেম্বর কলকাতা ও হাওড়ায় পুরভোট করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন। ডিসেম্বরে পুরভোট করতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকারও। সূত্রের কলকাতা, হাওড়ার ভোট চেয়ে চিঠি দিয়েছে পুর দফতর। তবে  নির্বাচন কমিশন সূত্রে খবর এখনও পর্যন্ত চিঠি পায়নি তাঁরা।

রাজ্যের পুর ও নগরন্নোয়ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তাই নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকার আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, রাজ্যের উপনির্বাচনগুলিতে রেকর্ড সাফল্যের পর এবার কলাকাতা ও হাওড়া পুরনিগমের ভোট করতে আগ্রহী তৃণমূল।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৯ ডিসেম্বর, রবিবার কলকাতার ১৪৪টি ও হাওড়ার ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে চায় রাজ্য সরকার। দুই পুরনিগমের ভোটের ফলপ্রকাশ করা হবে ২২ ডিসেম্বর, বুধবার। এই মর্মে রাজ্য নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠাতে চলেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। তবে করোনার দাপট কম থাকলেই ভোট করানোর আর্জি জানানো হচ্ছে।

আরও পড়ুন:  মাসের শেষ দিনে আর রেশন বিলি হবে না, নয়া নির্দেশিকা খাদ্য দফতরের

রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে,  প্রস্তাব পেলেই আলোচনা শুরু হবে। পরে হবে চূরান্ত সিদ্ধান্ত। তবে রাজ্যের বাকি বকেয়া পুরসভায় কবে ভোট হবে সেটা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর আগেই জানিয়েছিলেন, রাজ্য নির্বাচন কমিশন যখনই, যেদিনই ১১২টি পুরসভার ভোট ঘোষণা করুক না কেন, আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও একই ইঙ্গিত দিয়েছিলেন উপনির্বাচনের প্রচারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *