এগিয়ে বাংলা ডেস্কঃ আলিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। সোমবার নবান্নে ওই ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন,“আলিয়ায় একটা অংশ ছেলেমেয়ে পড়াশুনা করে। তারা সবাই ভাল। তবে কয়েকজন আছে, তাদের ক্ষোভ রয়েছে। যে একটু কটু, খারাপ কথা বলেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। আমাদের এখানে পুলিশ অ্যাকশন নেয়।”
তবে আলিয়া নিয়ে প্রশ্ন শুনে এদিন নবান্নের সাংবাদিক সম্মেলনে কিছুটা বিরক্তিই প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বগটুইয়ের নিহতদের পরিবারের হাতে এদিন চাকরির চিঠি তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর আবার মূল্যবৃদ্ধি পরিস্থিতি নিয়ে সরব হন। এরই মধ্যে আলিয়া নিয়ে প্রশ্ন ওঠায় সাংবাদিকের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “ভাই, আপনার কি এটা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে?” তবে পরক্ষণেই তিনি বলেন, “পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে।”
আলিয়ার কথা বলতে গিয়ে বিশ্বভারতীর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “ওখানে ভিসি যা করছেন তাতে কি উনি অ্যারেস্ট হয়েছেন?” উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নাম না করে মুখ্যমন্ত্রী বলেন, “বিশ্বভারতীতে যা করছেন ভদ্রলোক! আমি ভদ্রলোকই বলব। দেখুন গিয়ে ওখানে কী হচ্ছে।”