বুধবার মন্ত্রিসভায় বড় রদবদলের ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা ওয়েবডেস্কঃ রাজ্য সরকার রাজ্যে নতুন আরও সাতটি জেলার নামও ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা তৈরি হবে। এছাড়াও জেলায় বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন, নদীয়ার রানাঘাট, বাঁকুড়ার বিষ্ণুপুর, মুর্শিদাবাদ এর বহরমপুর এবং কান্দি এই নতুন জেলাগুলি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। এইবার ধাপে ধাপে নতুন এই জেলাগুলিতে প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

সার্বিকভাবে যে পুরো মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঝাঁকুনি দেবেন, তার ইঙ্গিত মিলেছে আজ। তবে বর্তমান ক্যাবিনেটে মন্ত্রীদের মধ্যে দপ্তরে অদলবদল কতটা কি হবে বা কোন কোন নতুন মুখ মন্ত্রিসভায় আস্তে পারেন, এসব নিয়েই চলছে জল্পনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বুধবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ৫-৬ জনের কথা।

আরও পড়ুন:  মধ্যমগ্রামে দ্বিতীয় বর্ষ এমেলে কাপ সূচনা হল রবিবার

পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর তিনটি দপ্তর এখন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, নতুন করে মন্ত্রিসভা সাজানো হবে। ফলে সেই নিরিখেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে মন্ত্রিসভায় রদবদল নিয়ে।

সুব্রত মুখোপাধ্যায়, সাধন পান্ডের মৃত্যুর পর তাঁদের দপ্তরগুলি অন্য মন্ত্রীদের দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের দপ্তরগুলি রয়েছে। এর মধ্যেপরিষদীয় বিষয়ক দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে সেখানে নতুন মুখ আনা হতে পারে বলে খবর। বাকি দপ্তরগুলো কার হাতে যেতে পারে, সেই নিয়েও চলছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *