এগিয়ে বাংলা ওয়েবডেস্কঃ রাজ্য সরকার রাজ্যে নতুন আরও সাতটি জেলার নামও ঘোষণা করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে সাংবাদিকদের বলেন উত্তর চব্বিশ পরগনার বনগাঁ এবং বাগদাকে নিয়ে ইছামতি জেলা তৈরি হবে। এছাড়াও জেলায় বসিরহাট, দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন, নদীয়ার রানাঘাট, বাঁকুড়ার বিষ্ণুপুর, মুর্শিদাবাদ এর বহরমপুর এবং কান্দি এই নতুন জেলাগুলি তৈরি করা হবে বলে তিনি জানিয়েছেন। এইবার ধাপে ধাপে নতুন এই জেলাগুলিতে প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
সার্বিকভাবে যে পুরো মন্ত্রিসভায় মমতা বন্দ্যোপাধ্যায় একটা ঝাঁকুনি দেবেন, তার ইঙ্গিত মিলেছে আজ। তবে বর্তমান ক্যাবিনেটে মন্ত্রীদের মধ্যে দপ্তরে অদলবদল কতটা কি হবে বা কোন কোন নতুন মুখ মন্ত্রিসভায় আস্তে পারেন, এসব নিয়েই চলছে জল্পনা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন বুধবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির ৫-৬ জনের কথা।
পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিসভা থেকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর তিনটি দপ্তর এখন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। মুখ্যমন্ত্রী গত সপ্তাহে ইঙ্গিত দিয়েছেন, নতুন করে মন্ত্রিসভা সাজানো হবে। ফলে সেই নিরিখেই রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে মন্ত্রিসভায় রদবদল নিয়ে।