হালিশহর পুরসভার চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে অশোক যাদব

রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলাঃ গত কয়েক মাসে ইডি, সিবিআই, হাতে গ্রেফতার হয়েছেন এ রাজ্যের বেশ কিছু নেতা, মন্ত্রী। ফলে এই মুহুর্তে দলের অবস্থা তথৈবচ।  শুধু নেতা-মন্ত্রীরা নয়,  বিডি সিবিআই এর হাত থেকে রেহাই পাচ্ছেন না পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররাও।  পঞ্চায়েত নির্বাচনের আগে  এই ধরনের ঘটনায় নিঃসন্দেহে ব্যাকফুটে চলে যাচ্ছে শাসকদল।

এই পরিস্থিতির মধ্যেও ঘুরে দাড়াতে মরিয়া শাসক দল তৃণমূল কংগ্রেস। হালিশহর পৌরসভার চেয়ারম্যান কে তদন্তকারী সংস্থার গ্রেফতারের পর থেকেই হালিশহর পৌরসভার দায়িত্ব কার হাতে থাকবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।  চেয়ারম্যান পদে দেখা যাবে তা নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক চলছে।  এসবের মাঝেই নাম উঠে এসেছে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেসের নেতা অশোক যাদবের।  দীর্ঘদিন ধরে কাউন্সিলর ছিলেন তিনি।  কাজেই পুরসভার  কাজকর্ম  সবটাই নখদর্পণে।

আরও পড়ুন:  পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ প্রায় শতাধিক কর্মীর

হালিশহর পৌরসভার চেয়ারম্যানের দৌড়ে এগিয়ে রয়েছেন বর্ষীয়ান নেতা অশোক যাদব।  অশোক যাদব মানুষের কাছের মানুষ বলেই শোনা যায়। দেখা যাক আগামী দিনে কার হাতে থাকবে হালিশহরের রাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *