আলো রানী সরকারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে গোপাল শেঠের প্রশ্নের মুখে বিজেপি নেতা স্বপন মজুমদার

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা নিউজডেস্কঃ আলো রানী সরকার বাংলাদেশি কিনা বিচার হচ্ছে স্বপন বাবু সার্টিফিকেট এর বিচার হবে না?এই নিয়ে প্রশ্ন তোলেন বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোপাল শেঠ। বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থী আলো রানী সরকারের দায়ের করা ইলেকশন পিটিশন খারিজ। খারিজ করলেন বিচারপতি বিবেক চৌধুরী।

গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের কাছে ২০০৪ ভোটে পরাজিত হন আলো রানী মজুমদার।তারপরেই হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।পরবর্তীতে আলো রানী সরকার তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি হন৷ সম্প্রতি তৃণমূল তাকিয়েই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

“বাংলাদেশের ভোটার লিস্ট আলো রানী সরকারের নাম রয়েছে, তাই আলো রানী সরকার নিজেকে ভারতীয় নাগরিক বলে দাবি করতে পারেননা। জাতীয় নির্বাচন কমিশনকে পদক্ষেপের নির্দেশ।

আরও পড়ুন:  অভিষেকের জীবন বিপন্ন করার জন্য শাহ উঠেপড়ে লেগেছে, অভিযোগ মমতার

এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ বলেন”আইনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আলো রানী সরকার আগে বিজেপির প্রার্থী ছিলেন পরে তৃণমূলের প্রার্থী হয়েছেন।তিনি বাংলাদেশি না ভারতীয় সেটা বিচার্য বিষয়।মহামান্য আদালতের বিষয়। কিন্তু তিনি যার বিরুদ্ধে হেরেছিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি স্বপন মজুমদার। স্বপন বাবু এইট পাস জাল সার্টিফিকেট দেখিয়ে ভোটে দাড়িয়ে ছিলেন।মহামান্য আদালত ওনার ওই সার্টিফিকেটের তদন্ত করে দেখুক অনুরোধ রইল। আলো রানী সরকার বাংলাদেশি কিনা বিচার হচ্ছে স্বপন বাবু সার্টিফিকেট এর বিচার হবে না?এই নিয়ে প্রশ্ন তোলেন গোপাল শেঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *