নিজস্ব প্রতিনিধি বারাসাত: আগামী ৩০শে এপ্রিল দিল্লিতে ঘোষিত হতে চলেছে সমাজসেবা এবং উন্নয়নমূলক কাজ যে সমস্ত প্রতিষ্ঠান কৃতিত্বের সঙ্গে করে চলেছে এবং অন্যদের অনুপ্রাণিত করছে এমন প্রতিষ্ঠানদের সর্বভারতীয় সম্মান প্রাপ্তি ঘোষণার বিশেষ অনুষ্ঠান। বিশেষভাবে উল্লেখযোগ্য এই সেবা প্রতিষ্ঠানগুলির মধ্যে জায়গা করে নিয়েছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের, বারাসাতের সুপ্রতিষ্ঠিত সমাজসেবী প্রতিষ্ঠান ভারতীয় জন সেবা মিশন।
সংস্থার চেয়ারম্যান শিবাজী চট্টোপাধ্যায় জানান, আমরা সাধ্যমত সমাজ সেবামূলক কাজ সারা বছর ধরে করি ভবিষ্যতেও করব। তার একটি সর্বভারতীয় স্বীকৃতি আমরা পেতে চলেছি। ভবিষ্যতের দক্ষতা পূর্ণ কাজ করার সমস্ত পরিকল্পনা আমাদের তৈরি, উপযুক্ত আর্থিক সাহায্য পেলে আমরা তা মেলে ধরতে পারবো।
শিবাজী বাবু বলেন, আমরা কৃতজ্ঞ সর্বভারতীয় চিন্তাবিদদের কাছে যাঁরা আমাদের নাম পুরস্কার প্রাপক হিসেবে বিবেচনায় রেখেছেন। ৩০শে এপ্রিল দেশের সেরা বিশেষজ্ঞ, চিন্তাবিদ ,সমাজকর্মী, সাংবাদিকদের উপস্থিতিতে পিওর সোশ্যাল ইম্প্যাক্ট এওয়ার্ড ২০২২ প্রাপ্তি নিঃসন্দেহে আমাদের আরো দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।