পার্থ থেকে বাবুল, মন্ত্রিসভায় এসেই পূর্ন মন্ত্রীত্বের গুরু দায়িত্ব চাপল কাঁধে

নিউজ রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: 2 মিনিট

এগিয়ে বাংলা ওয়েবডেস্কঃ রাজ্য মন্ত্রিসভার রদবদল নিয়ে দিন তিনেক ধরে তুঙ্গে ছিল জল্পনা।সোমবারই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন রাজ্য মন্ত্রিসভার সভার প্রস্তাবিত রদবদলের কথা।তারপর থেকেই কারা মন্ত্রিসভা থেকে বাদ পড়তে চলেছেন, কোন কোন নতুন মুখ সেখানে স্থান পাবেন তা নিয়ে জোর কদমে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে।তবে এ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন প্রশাসন ও সরকারের কর্তা ব্যাক্তিরা। পুরো বিষয়টি নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হয়।

স্পষ্ট হয়ে যায় কারা মন্ত্রিসভায় স্থান পাবেন তা সঠিক ভাবে জানা যাবে রাজভবনেই।সেই মতই বিকেল ৪টের সময় রাজভবনের থ্রোন রুমে নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠান থাকলেও দুপুর থেকেই সংবাদমাধ্যমের ভিড় শুরু হয়ে যায়। এরপরে সব জল্পনার নিরসন ঘটিয়ে একে একে আসতে শুরু করেন নতুন মন্ত্রীরা। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে প্রথম সারিতে আটজন বিধায়ককে বসানো হয়।আর ছিলেন ইতিমধ্যেই মন্ত্রিসভায় থাকা বীরবাহা হাঁসদা।ওই সারিতে পরপর বসেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী,পার্থ ভৌমিক, উদয়ন গুহ,প্রদীপ মজুমদার,বিপ্লব রায় চৌধুরী, তাজমূল হোসেন এবং সত্যজিৎ বর্মণ।

আরও পড়ুন:  স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ভিনরাজ্য থেকেই আবেদন ১২০০০

বুধবার রাজভবনে শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রনাম করলেন সদ্য শপথ নেওয়া মন্ত্রীদের মধ্যে ৬ জন। বাকিরা পায়ে হাত দিয়ে প্রণাম না করলেও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এদিন বাবুল সুপ্রিয় নেত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন। বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়ে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটে দাঁড়িয়ে জয়ী হন বাবুল। এবার মন্ত্রিসভায় তাঁকে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু বাবুল নন এদিন শপথ গ্রহণের পর মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেন বীরবাহা হাঁসদা, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক, তাজমুল হোসেন এবং সত্যজিৎ বর্মন।

বুধবার রাজভবনে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক বাবুল সুপ্রিয়, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, প্রদীপ মজুমদার, পার্থ ভৌমিক এবং উদয়ন গুহ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন সত্যজিৎ বর্মন এবং তাজমুল হোসেন। এদিন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন বীরবাহা হাঁসদা এবং বিপ্লব রায়চৌধুর। উল্লেখ্য বীরবাহা হাঁসদা ছাড়া এই তালিকায় থাকা ৮ জনই মন্ত্রিসভায় নতুন মুখ। বীরবাহা হাঁসদা খাদ্য ও সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রথম দফায় ৫ জন মন্ত্রী শপথ নেন। পরের আরও দু দফায় ২ জন করে শপথ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *