দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে খুলতে চলেছে রাজ্যের স্কুলগুলি (School)। আগামী ১৫ নভেম্বর থেকেই অফলাইন ক্লাসে হাজির থাকতে পারবে ছাত্র-ছাত্রীরা। কিন্তু এখনও তো রাজ্যবাসীর মাথায় করোনার (Coronavirus) খাঁড়া ঝুলছে। অন্যদিকে আবার পুজোর পর থেকে রাজ্যে সংক্রমণ বেড়েছে।
এই পরিস্থিতিতে স্কুল খোলা হলে কী কী নিয়ম মানতে হবে ছাত্রছাত্রীদের (Students) সেই বিষয়েই সমস্ত নিয়ম-নীতি জানিয়ে স্বাস্থ্য দফতরের পরামর্শ নিয়ে তৈরি ২৮ পাতার বুকলেট প্রকাশ করল স্কুল শিক্ষা দফতর। স্কুল খোলার আগে প্রতিটি স্কুলে পৌঁছে যাচ্ছে এই ‘স্কুল রিওপেন বুকলেট’ (School Reopen Booklet)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানিয়েছেন, ১৬ নভেম্বর থেকে খুলবে স্কুলের দরজা। আপাতত স্কুলে যাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। এরপর বাকিদেরও ক্লাস চালু হবে ধাপে ধাপে। মূলত এই গাইডলাইনে (Guideline) বলা হয়েছে, মাস্ক (Mask) পরে স্কুলে আসতে হবে প্রত্যেক ছাত্র ছাত্রীকে।
সেই মর্মে বিদ্যালয়গুলিকে নোটিস জারি করতে হবে। এছাড়া প্রতিটি স্কুলে একটি শয্যাযুক্ত আইসোলেশন (Isolation) রুম রাখতে হবে। আচমকা যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, তাকে যেন সেখানে স্থানান্তরিত করা যায়। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ প্রশিক্ষণেরও উল্লেখ রয়েছে এই স্কুল রিওপেন বুকলেটে।
উল্লেখ করা হয়েছে, পরিস্থিতি ও পরিকাঠামোর দিকে নজর রেখে প্রয়োজনে স্কুল দুই শিফট অর্থাৎ মর্নিং ও ডে’তে ক্লাস করাতে পারে। একই সঙ্গে বলা হয়েছে, ক্লাস চলাকালীন একটা নির্দিষ্ট সময়ের পর পর ক্লাসরুম, ল্যাব বা অন্যান্য ঘরগুলি স্যানিটাইজ (Sanitization) করতে হবে। সর্বোপরি, কী করা যাবে এবং কী করা যাবে না সে বিষয়ে সতর্ক হতে হবে।