আজ রাতেই দিল্লী পাড়ি অভিষেকের

রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয়ের অন্যতম কাণ্ডারি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ শহিদ দিবস পালন করেই রাতেই দিল্লি উড়ে যাওয়ার কথা সাংসদের। সূত্রের খবর, শুধুমাত্র বাদল অধিবেশনে যোগ দিতে নয়, বিশেষ রণকৌশল নিয়ে দিল্লি যাচ্ছেন অভিষেক। 

লোকসভায় ও রাজ্যসভায় দলের নির্দেশে প্রতিদিন হাজির থাকছেন সমস্ত সাংসদ। তাঁদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে কর্মসূচী বেঁধে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদের দুই কক্ষে কীভাবে বিজেপি অর্থাৎ কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করতে হবে, কীভাবে রাজ্যের উন্নয়নকে দেখিয়ে কেন্দ্রকে টেক্কা দিতে হবে তার রণকৌশল ঠিক করে দেবেন অভিষেক। এছাড়াও পেট্রোল-ডিজেল ও রান্নাতর গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, করোনা নিয়ে কেন্দ্রের ব্যর্থতা, ভ্যাকসিন সঙ্কট, পশ্চিমবঙ্গের প্রতি অবহেলা, এই সমস্ত বিষয় সংসদের দুই কক্ষে তুলে ধরতে হবে, বলেও বার্তা দেবেন অভিষেক। 

আরও পড়ুন:  ৫৫ তম দিন(Food Bank) সারমেয়- র জন্য

দলের কোনও এক বর্ষীয়ান সাংসদের দিল্লির বাড়িতে বৈঠক করবেন অভিষেক। এরই সঙ্গে লক্ষ্য যখন দিল্লি, তাই জাতীয় স্তরে দলের বিস্তারে সাংসদের দায়িত্ব কীভাবে দেওয়া হবে তা নিয়েও বৈঠক করবেন অভিষেক। আগামী ২৬ তারিখ মুকুল রায়কে নিয়েই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক হবে নেত্রীর। তার আগেই দিল্লিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সংসদের বাদল অধিবেশনে কিছু বিশেষ বিল আনতে পারে কেন্দ্রীয় সরকার, যার মধ্যে উল্লেখযোগ্য, জন্মনিয়ন্ত্রণ আইন, এছাড়াও বিভিন্ন বিলের বিরুদ্ধে কীভাবে আক্রমণে যেতে হবে ও পাস হওয়া আটকাতে হবে তার জন্য বিশেষ রণকৌশল ঠিক করে দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *