মাত্র কিছুদিনের মধ্যেই দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত রাজ্যের নবতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড। প্রকল্পের সূচনায় বলা হয়েছিল, ১০ বছর রাজ্যের বাসিন্দা হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তবে বাস্তবে উঠে এলে অন্য চিত্র। শিক্ষা দফতর সূত্রে খবর, রাজ্যের বাইরে থেকেও স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন জানিয়েছে প্রচুর পড়ুয়া। সংখ্যাটা প্রায় ১২ হাজার।
উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর, এখনও পর্যন্ত বিভিন্ন রাজ্য থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নেওয়ার জন্য ১২ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। তার মধ্যে শুধু কর্ণাটক থেকে এসেছে ৭৫০০-র বেশি আবেদন। এছাড়া ওড়িশা থেকে ৯০০, তেলেঙ্গানা থেকে ৩০০, অন্ধ্রপ্রদেশ থেকে ৬০০, মহারাষ্ট্র থেকে ৩৫০, উত্তরপ্রদেশ থেকে ৩৩০, দিল্লি থেকে ২০০ ও তামিলনাড়ু থেকে ২৮০ জনেরও বেশি পড়ুয়া আবেদন করেছেন বাংলার এই সুবিধা পেতে। এছাড়া জম্মু-কাশ্মীর, অরুণাচল, উত্তর-পূর্বাঞ্চলের প্রায় সব রাজ্য, এমনকী গুজরাত থেকেও আবেদন এসেছে বলে জানানো হয়েছে। যদিও এই প্রকল্প রাজ্যের সীমাবদ্ধতা সত্ত্বেও উচ্চ শিক্ষা দফতরে তরফে জানানো হয়েছে, প্রত্যেকের আবেদন নিয়ে যাচাই করে দেখা হবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে যেকোনও পড়ুয়া ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। দশম শ্রেণি থেকে স্নাতক, স্নাতকোত্তর ও আরও উচ্চশিক্ষার জন্য এই ঋণ পাওয়া যাবে। শুধু তাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য পাওয়া যাবে ঋণ। শুধু পড়াশোনা বা কোনও কোর্সের ক্ষেত্রে নয়, কম্পিউটার, ল্যাপটপ, বই কিনলেও ঋণ পাওয়া যাবে। দেশ, বিদেশের কলেজ, স্কুলে উচ্চশিক্ষায় পড়াশুনোর সুযোগ পাওয়া যাবে। সরকারি, বেসরকারি ও সমবায় ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যাবে। আবেদন করার পদ্ধতি সরল। সবটাই অনলাইন। 18001028014 এই টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। কোর্স চলাকালীন যে কোনও সময় আবেদন করা যাবে।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য ভিনরাজ্য থেকেই আবেদন ১২০০০
সময় লাগবে পড়তে: < 1 মিনিট