বারাসাত: রাবীন্দ্রভবনে। শনিবার হওয়া একদিন ব্যাপী ওই সম্মেলনে রাজ্যের ২৩ জেলা থেকেই প্রতিনিধিরা অংশগ্রহণ করেন ওই সম্মেলনে। ওই সংগঠনের সম্পাদক অশোক দাস জানান প্রায় ৩০০ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহন করেছেন। যাদের মধ্যে থেকে ২০ জন সদস্য নিয়ে নতুন কমিটি গঠন হবে।
এদিন সম্পাদক অশোক দাস জানান মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ডিজাস্টার দপ্তরে অনেক নতুন নতুন কাজ সম্পর্ন হয়েছে। পাশাপাশি তিনি জানান আগে এই দপ্তরে কিছু ঘুঘুর বাসা থাকলেও বর্তমান সরকারের আমলে তা বন্ধ হয়েছে। সম্পাদক হিসাবে তাঁর দাবি এখন তাদের দপ্তরের অফিসাররা ভালো ভাবেই কাজ করছেন।
এদিনের এই সম্মেলনে অশোক দাস ছাড়াও উপস্থিত ছিলেন অনুপম বিশ্বাস দীপঙ্কর হালদার সহ সংগঠনের প্রতিনিধিরা। এদিন প্রদীপ পজ্জ্বলনের মাধ্যমে সম্মেলন শুরুর পরে শহীদ বেদিতে মাল্যদান,সম্পাদকীয় প্রতিবেদন পেশ, আয় ব্যয়ের হিসাব পেশ সহ সগঠনের সমস্ত কর্মসূচি পালিত হয়। প্রসঙ্গত এদিনের এই সম্মেলনে বিপর্যয় দপ্তরের মাননীয় মন্ত্রীর সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক দের সংবর্ধনা দেওয়া হয় সম্মেলন মঞ্চ থেকে।
পাশাপাশি সম্মেলন মঞ্চ থেকে “বিপর্যয়ে উড়ান”এর সপ্তম সংখ্যার উন্মোচন ও করা হয়। সম্মেলন কে ঘিরে এদিন আগত প্রতিনিধিদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।