প্রয়াত বিচারক অসীম কুমার দাসের চতুর্থ প্রয়াণ বার্ষিকীতে “নবসোপানের” উদ্যোগে দু:স্থদের সাহায্য প্রদান

সমাজসেবা
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

উত্তর ২৪ পরগনা : গত বছর করোনার প্রকোপ বাড়ায় শুরু হয় লকডাউন । সেইসময় থেকেই অসহায়- দুঃস্থ- প্রান্তিক মানুষের জন্য ধারাবাহিকভাবে খাবারের ব্যবস্থা করে আসছে হৃদয় পুরের “নবসোপান”। বুধবার ২১ জুলাই বারাসাত নবপল্লী শ্রীদুর্গাপল্লীর বাসিন্দা প্রয়াত বিচারক অসীম কুমার দাসের চতুর্থ প্রয়াণ বার্ষিকী স্মরণে ৮০ জন দুঃস্থদের হাতে দুপুরে রান্না করা খাবার তুলে দেয় হৃদয়পুরের নবসোপান।
একইসঙ্গে এদিন দুঃস্থ পরিবারগুলকে খাদ্য সামগ্রীও তুলে দেয় এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। এদিনের এই কর্মকান্ডে হাজির ছিলেন অসীম বাবুর পরিবারের কাছের মানুষ সমাজসেবী কমল গুহ মহাশয়।হৃদয়পুর নবসোপানের সম্পাদিকা রত্না রায়,সৌভিক ভট্টাচার্য,সুপর্ণা মন্ডল জানান,”একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলেন অসীমদা।বারাসাত আদালতের একজন সাধারণ আইনজীবী থেকে বিচারক হয়েছিলেন। রাজ্য জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষা দিয়ে ১৯৯৫ সালে বিচারক হিসেবে কাজ যোগদান করেন।

আরও পড়ুন:  স্বেচ্ছায় রক্তদান শিবির ও মনোজ্ঞ নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত হল বারাসত নাগরিক থিয়েটারের উদ্যোগে

পদোন্নতি হয়ে নদীয়ার তেহট্ট সাব ডিভিশনাল আদালতে অতিরিক্ত মুখ্য জেলা বিচারক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু হঠাৎই কালের পরিহাসে কর্মরত অবস্থায় সেরিব্রাল অ্যাটাকে মাত্র৫৭ বছর বয়সে তিনি আমাদের ইহলোকে ছেড়ে পরলোকে চলে যান।তিনি সরকারি উচ্চ পদে আসীন থাকা সত্ত্বেও অতি সাধারণ জীবনযাপনে অভ্যস্ত ছিলেনমানুষের দু:খের সময় সব সময় মানুষের পাশে থাকতেন।অমীদাকে আমরা একজন বারাসাত বাসীর গর্ব বলেই মনে করি।বিচারক হওয়ার পরেও বারাসাত আদালতের সকলের প্রিয় অসীমদা বলেই পরিচিত ছিলেন তিনি।তাই তার চতুর্থ প্রয়াণ বার্ষিকীতে তার স্মরণে গরীব মানুষ গুলোকে সাহায্য করতে পেরে আমরা গর্বিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *