রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের

রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

আগামী ৯ অগাস্ট রাজ্যসভায় নির্বাচন হবে। দীনেশ ত্রিবেদী পদত্যাগ করায় বাংলা থেকে একটি আসনে ভোট হবে। সেই আসনে তৃণমূল কাকে প্রার্থী করবে তা নিয়ে জল্পনা ছিল। শনিবার রাজ্যসভা ভোটের প্রার্থী ঘোষণা করল রাজ্যের শাসক দল। এবার রাজ্যসভা ভোটে তৃণমূলের প্রার্থী প্রাক্তন আমলা জহর সরকার।

তৃণমূল কংগ্রেসের ট্যুইটে লেখা হয়েছে, জনসেবায় যুক্ত থাকার ৪২ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি প্রসার ভারতীর প্রাক্তন সিইও। তাঁর অভিজ্ঞতা আমাদেরকেও দেশসেবায় আরও বেশি সাহায্য করবে। তাঁকে রাজ্যসভার জন্য মনোনীত করে আমরা আনন্দিত।

জল্পনা ছিল, চলতি সপ্তাহেই রাজ্যসভায় দীনেশ ত্রিবেদীর জায়গায় এক প্রার্থীর নাম ঘোষণা করতে পারে তৃণমূল নেতৃত্ব। হলও তাই। মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই রাজ্যসভা প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল।

আরও পড়ুন:  মঙ্গলের বারবেলায় সংসদে করোনা সংক্রান্ত আলোচনায় কেন্দ্রকে প্যাঁচে ফেলতে তৈরী তৃণমূল

প্রসঙ্গত, ২৬ জুলাই দিল্লি যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। ২৭, ২৮ ও ২৯ তারিখ রাজধানীতেই থাকবেন মুখ্যমন্ত্রী। যাবতীয় কর্মসূচি শেষে ৩০ তারিখ কলকাতায় ফিরতে পারেন মমতা। দিল্লি সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সঙ্গী হচ্ছেন বলে ইতিমধ্যেই জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *