আজ তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ ভাটপাড়ায় দলীয় কর্মীদের। এদিন উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় পুলিশের গুলিতে শহিদ ১৩ জন যুব কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে গঙ্গায় তর্পণ করলেন তৃণমূলের নেতা কর্মীরা। আজ সকালেই ভাটপাড়ার বলরাম সরকার ঘাটে ভাটপাড়া টাউন তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফে এই তর্পণ কর্মসূচীর আয়োজন করা হয়।
নো আইডেন্টিতি নো ভোটের দাবিতে, ১৯৯৩ সালের ২১ শে জুলাই তদকালীন যুব কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভার আয়োজন করেন ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। সেই সভাতেই আচমকাই গুলি চালায় পুলিশ। যেখানে শহিদ যুব কংগ্রেসের ১৩ জন কর্মী। তারপরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করার পর থেকেই ২১ শে জুলাই শহিদ দিবস পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ করোনার জন্য ভার্চুয়ালি এই অনুষ্ঠান কালীঘাটের বাড়ির থেকেই করবেন তৃণমূল নেত্রী। তবে এবারের ২১ শে জুলাই আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। দেশের নানা প্রান্তে পালিত হবে ২১ শে জুলাই। দিল্লিতে তৃণমূল সাংসদদের উপস্থিতিতে বিরোধী নেতাদের জন্য আয়োজন করা হয়েছে ভার্চুয়াল অনুষ্ঠান, এছাড়াও উত্তরপ্রদেশের শহিদ দিবসে হাজির থাকবেন সাংসদ সুখেন্দুশেখর রায়। এছাড়াও গুজরাত, ত্রিপুরা, অসম, বিহার, তামিলনাড়ু ও ঝাড়খণ্ডে পালন হবে একুশে জুলাই।