দলীয় প্রার্থীর সমর্থনে রবিবাসরীয় প্রচারে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা ওয়েবডেস্কঃ মধ্যমগ্রাম পৌরসভা নির্বাচনে ২৮ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী অরূপ ঘোষ। তিনি খোদ খাদ্য মন্ত্রীর এলাকায় নির্বাচনী লড়াইয়ে তৃণমূলের মনোনীত প্রার্থী হয়েছেন। তৃণমূলের প্রার্থীর পাশাপাশি অরূপ ঘোষ খোদ খাদ্যমন্ত্রীর নিজের ভাই। বিগত বছরগুলোতে মধ্যমগ্রাম পৌরসভা সহ নিজ এলাকায় একাধিক উন্নয়ন সাধন করেছেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বিধায়ক রথীন ঘোষ।

দাদার পথে পাথেয় হয়ে এলাকাবাসীর জন্য আরো উন্নয়নমূলক কাজের কান্ডারী হওযার প্রতিশ্রুতি নিয়ে ময়দানে নেমেছেন অরূপ বাবু। আজ রবিবার সকালে তার সমর্থনে ২৮ নম্বর ওয়ার্ড মাইকেল নগর সংলগ্ন এলাকায় এক সুসজ্জিত বর্ণাঢ্য নির্বাচনী পদযাত্রার আয়োজন করা হয়।

বাদ্যযন্ত্র সহকারে দলীয় রংয়ের বেলুনদিয়ে সজ্জিত এই পদযাত্রাটি ছিল দেখার মতন। নতুন করে নিজের এলাকার মানুষদের কিছু বলার নেই কারণ তিনি এলাকার তথা মধ্যমগ্রামের নয়নের মনি। এবার ভাইয়ের হয়ে মাইকেল নগর এলাকায় এই সুবিশাল নির্বাচনী পদযাত্রায় পায়ে হেঁটে রবিবাসরীয় প্রচার সারলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

আরও পড়ুন:  ২০ মাস পর খুলছে স্কুল, খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *