এগিয়ে বাংলা ওয়েবডেস্কঃ শ্রাবন মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাওয়ার সময় জেনারেটর ফেটে মৃত্যু ১০ জনের। আহত অনেক। শ্রাবন মাসে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছিল একদল যুবক। তাদের বাড়ি কোচ বিহারের শীতলকুচি মিরাপাড়ায়। একটি পিকআপ ভ্যানে ২৫ জন ছেলে জেনারেটার দিয়ে ডিজে বাজিয়ে জল ঢালতে যাওযার সময় জেনেটার শর্ট হয়ে বাস্ট হয়ে যায়।
পাশাপাশি গাড়িটি শটসার্কিট হয়ে পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১০ জনের। তখনই গাড়ির চালক কোনক্রমে জেনারেটার অফ করে দেয়। আহত ৬ জনকে ইতিমধ্যে জলপাইগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মেখলিগঞ্জ থানার অন্তর্গত চ্যাংড়াবান্ধা হাসপাতালে ১০ জনের মৃতদেহ আছে। ইতিমধ্যেই মেখলিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে।
জানা গিয়েছে, চ্যাংরাবান্ধার ব্রিজ পার হওয়ার সময় আচমকাই গাড়িতে শর্ট সার্কিট হয়। যার জেরে বিদ্যুৎস্পষ্ট হয়ে যায় একাধিক পুণ্যার্থী। অনুমান করা হচ্ছে, গাড়িতে থাকা জেনারেটর থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে। বিদ্যুৎস্পৃষ্টদের দ্রুত স্থানীয় চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি।
হাসপাতালে ১০ পুণ্যার্থীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। আরও ১৬ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থায় আশঙ্কাজনক। এদের মধ্যে ছয় জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে।