নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল, অভিযোগ সপা নেতা কিরণময় নন্দের

নিউজ রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা ডেস্কঃ বারাণসীতে পা রেখেই বিক্ষোভের মুখে পড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে এ রাজ্যে। তৃণমূলের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি রয়েছে জেনেও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেনি উত্তর প্রদেশের সরকার।  তৃণমূলের তরফে আরো অভিযোগ করে বলা হয়েছে ইচ্ছাকৃতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের সামনে কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান তুলেছে বিজেপি কর্মী সমর্থকরা।

বিষয়টি এখানেই যে থেমে রয়েছে তা নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বারানসি থেকে কলকাতায় ফেরার পথে বিমানে আঘাত পান। ভিআইপি নিরাপত্তা বলয় থাকা সত্বেও কিভাবে বিমান দুর্ঘটনা ঘটলো তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই বিষয়ে এবার এবার মুখ খুললেন সমাজবাদী পার্টির নেতা  কিরণময় নন্দ।

আরও পড়ুন:  স্মরণিকা প্রকাশ শেষ হলো প্রণব কন্যার সুবর্ণজয়ন্তী

কিরণ্ময় নন্দ জানান, বিজেপি কর্মীরা সশস্ত্র ছিলেন। লাঠি-সহ একাধিক অস্ত্র নিয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ঘিরে ধরে ছিল। লাঠি দিয়ে গাড়িতে মারাও হয়। মমতার উদ্দেশ্যে অশ্লীল স্লোগান দেওয়া হয়। সপার সহ-সভাপতি আরও অভিযোগ, তৃণমূল সুপ্রিমোর ক্ষতি করার উদ্দেশ্যেই তাঁকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়া হয়েছিল।

তিনি আরও জানিয়েছেন,  কয়েকজন পুলিশ কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল। কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গিয়েছিল। যেভাবে একজন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বিঘ্নিত হল, তাতে সেদিন যা খুশি ঘটে যেতে পারত। জেড ক্যাটাগরির নিরাপত্তা প্রাপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *