এদিন বারাসত নবপল্লী কাঁঠালতলা দুর্গাপুজো মন্ডপে এসে শতাধিক মানুষের হাতে বস্ত্র তুলে দেন বারাসাতের পুর প্রশাসক সুনীল মুখার্জি ও জেলা তৃণমূলের সভাপতি অশনি মুখার্জি

নিউজ ব্রেকিং রাজ্য সমাজসেবা
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা ডেস্ক: করোনা বিধি মেনেই দুর্গাপুজো উপলক্ষে বারাসত নবপল্লী কাঁঠালতলা দুর্গাপুজো কমিটি বারাসত স্টেশন সহ বিভিন্ন এলাকার শতাধিক পথ শিশু, মহিলা ও ভবঘুরেদের হাতে নতুন বস্ত্র তুলে দেয় দুর্গাপুজোর সপ্তমীর দিন। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভাপতি অশনি মুখার্জি, বারাসত পুরসভার প্রশাসক সুনীল মুখার্জি, উপ প্রশাসক সমীর তালুকদার সহ সমাজসেবী চিকিৎসক ডাঃ বিবর্তন সাহা, সমাজসেবী সহ বিশিষ্টজনেরা।

উদ্যোক্তাদের পরিচালনায় এদিন অসহায় বাসিন্দাদের হাতে লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের পক্ষ থেকে বারো রকমের খাদ্য দ্রব্যের প্যাকেট ও এলাকার একটি অসহায় পরিবারকে আর্থিক সাহায্যও করা হয়। বারাসাত পুর প্রশাসক সুনীল মুখার্জী জানান দুর্গাপুজোর আড়াম্বর না বাড়িয়ে টানা আট বছর বারাসতের কাঁঠালতলা দুর্গাপুজো কমিটি যেভাবে একগুচ্ছ সামাজিক কাজ  করে চলছে তা এক কথায় দৃষ্টান্ত।

আরও পড়ুন:  ক্লিন এনার্জিতে সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন ভারত রোডম্যাপ নিয়ে আলোচনার জন্য গবেষণা সম্প্রদায়কে একত্রিত করেছে

কাঁঠালতলা দুর্গাপুজোর মঞ্চেই লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশন অসহায় মানুষের পাশে দাঁড়ানোয় ওই সংগঠনের সম্পাদিকা  রঞ্জনা সেনগুপ্তকেও অভিনন্দন জানান সুনীল মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *