ঝাড়গ্রামের শিমলির জঙ্গল থেকে রাতারাতি উধাও লক্ষ লক্ষ টাকার মূল্যবান শাল গাছ

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা ওয়েবডেস্কঃ ঝাড়গ্রামে দিনের পর দিন অবাধে চলছে জঙ্গল লুট। ঝাড়গ্রামের শিমলির জঙ্গল থেকে রাতারাতি লক্ষ লক্ষ টাকার মূল্যবান শাল গাছ কেটে জঙ্গল ধ্বংস করছে জঙ্গল মাফিয়ারা,বন দফতরের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। যখন সবুজায়নের বার্তা দিয়ে রাজ্য সরকার বেশি করে গাছ লাগানোর জন্য সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাচ্ছে। ঠিক সেইসময় ঝাড়গ্রাম এর বেশ কিছু এলাকায় সবুজ ধ্বংস করার খেলায় মেতে উঠেছে জঙ্গল মাফিয়ারা।

ঝাড়গ্রাম জেলার শিমলির জঙ্গল থেকে লাগাতার শাল গাছ কেটে পাচার করছে জঙ্গল মাফিয়ারা বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ । সেই গাছ ট্রাকে করে প্রশাসনের নাকের ডগা দিয়ে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে বলেও গ্রামবাসীরা জানান। যেভাবে প্রতিদিন শিমলির জঙ্গলথেকে জঙ্গল মফিয়ারা শাল গাছ কেটে নিয়ে যাচ্ছে তাতে আগামী দিনে জঙ্গল ধ্বংস হতে চলেছে বলে ওই এলাকার বাসিন্দারা জানান।

আরও পড়ুন:  DVC ও NTPC এর সমঝোতায় রাজ্য়ে গড়ে উঠবে পুনর্নবীকরণযোগ্য বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র

তাতেও হেলদোল নেই বন বিভাগের বলে বনসুরক্ষা কমিটির সদস্য থেকে ওই এলাকার বাসিন্দাদের। তাদের বক্তব্য রাতের অন্ধকারে একের পর এক দামি শাল গাছ কেটে নিয়ে পাচার করে দিচ্ছে জঙ্গল মাফিয়ারা। অসহায় অবস্থায় চোখে দেখা ছাড়া আমাদের কোনো কিছু করার নেই। সেই কাটা শাল গাছ ট্রাকে করে প্রশাসনের নাকের ডগা দিয়ে চলে যাচ্ছে অন্য জায়গায়।

এই জঙ্গল মাফিয়াদের সাথে কাদের যোগাযোগ রয়েছে তা ভালো করেই জানেন প্রশাসনের এক শ্রেণীর আধিকারিকরা। আগামী দিনে জঙ্গল থাকবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছেন এলাকার বাসিন্দারা। একের পর এক জঙ্গলের ভেতর থেকে গাছ কেটে জঙ্গল কে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যার ফলে জঙ্গলে থাকা হাতি সহ বিভিন্ন পশু খাবারের সন্ধানে লোকালয় ছুটে যাচ্ছে।

আরও পড়ুন:  সপ্তমীর মধ্যেই শেষ করুন ঠাকুর দেখা, নাহলে ভিজতে হতে পারে বৃষ্টিতে

যেভাবে জঙ্গল ধ্বংস হচ্ছে তাতে আগামী দিনে প্রাণীকুল সমস্যায় পড়বে বলে ওই এলাকার বাসিন্দারা আশঙ্কা করছেন । সেইসঙ্গে জঙ্গল ধ্বংস হলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে বলে তারা জানান। তাই জঙ্গলকে বাঁচিয়ে রাখার জন্য তারা বনদপ্তর এর কাছে আবেদন করেছেন বলে গ্রামবাসীরা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *