এগিয়ে বাংলা নিউজডেস্কঃ জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রার জন্যে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হবে ১১ ই এপ্রিল।দেশে Jammu and Kashmir Bank, PNB Bank এবং Yes Bank এর ৪৪৬ টি শাখা ও SBI এর ১০০ টি শাখা থেকে এই নাম নথিভুক্ত করা যাবে।এ ছাড়া তীর্থ যাত্রীরা Shrine Board-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও নাম রেজিস্টার করতে পারবে ।
চলতি বছরের ৩০ জুন থেকে শুরু হতে চলেছে কাশ্মীরের অমরনাথের মন্দিরে বার্ষিক তীর্থযাত্রা বা অমরনাথ যাত্রা। চলবে ১১ অগাস্ট পর্যন্ত । ১১ এপ্রিল থেকে ভক্তরা যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছে শ্রী অমরনাথজি মন্দির বোর্ড। কোভিড-১৯ মহামারীর কারণে গত দুই বছর স্থগিত থাকার পর ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।
টাট্টু ঘোড়ায় করে যারা তীর্থযাত্রীদের ভ্রমণ করান তাঁদের জন্য বীমা কভারেজের মেয়াদ এক বছর বাড়িয়েছে বোর্ড। তীর্থযাত্রীদের বীমাও ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।