১১ ই এপ্রিল থেকে অমরনাথ যাত্রার নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু

নিউজ
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা নিউজডেস্কঃ জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রার জন্যে নাম নথিভুক্তিকরণের প্রক্রিয়া শুরু হবে ১১ ই এপ্রিল।দেশে Jammu and Kashmir Bank, PNB Bank এবং Yes Bank এর ৪৪৬ টি শাখা ও SBI এর ১০০ টি শাখা থেকে এই নাম নথিভুক্ত করা যাবে।এ ছাড়া তীর্থ যাত্রীরা Shrine Board-এর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনেও নাম রেজিস্টার করতে পারবে ।

চলতি বছরের ৩০ জুন থেকে শুরু হতে চলেছে কাশ্মীরের অমরনাথের মন্দিরে বার্ষিক তীর্থযাত্রা বা অমরনাথ যাত্রা। চলবে ১১ অগাস্ট পর্যন্ত । ১১ এপ্রিল থেকে ভক্তরা যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন বলে জানিয়েছে শ্রী অমরনাথজি মন্দির বোর্ড। কোভিড-১৯ মহামারীর কারণে গত দুই বছর স্থগিত থাকার পর ফের শুরু হচ্ছে অমরনাথ যাত্রা।

আরও পড়ুন:  শহিদদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় সমবেদনা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

টাট্টু ঘোড়ায় করে যারা তীর্থযাত্রীদের ভ্রমণ করান তাঁদের জন্য বীমা কভারেজের মেয়াদ এক বছর বাড়িয়েছে বোর্ড। তীর্থযাত্রীদের বীমাও ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *