৮৮ শতাংশ কমল কোভিডে মৃত্যু

নিউজ স্বাস্থ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এক ধাক্কায় প্রায় সাড়ে তিন হাজার মৃত্যুসংখ্যা কমে গেল বৃহস্পতিবার। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা ভাইরাস প্রাণ কেড়েছে ৫০৭ জনের। গতকাল সংখ্যাটা ছিল ৩৯৯৮। কমেছে দৈনিক সংক্রমণও। গত ২৪ ঘণ্টায়, নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৩৮৩ জন। এই একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৬৫২ জন।

গত ২৪ ঘণ্টায় মোট ১৭ লক্ষ ১৮ হাজার ৪৩৯ জনের নমুনা পরীক্ষা করানো হয়। তারমধ্যে ৪১ হাজার ৩৮৩ জনের শরীরে মিলেছে মারণ ভাইরাস। গতকাল এই সংখ্যাটা ছিল ৪২ হাজার ১৫। এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১২ লক্ষ ৫৭ হাজার ৭২০। গত একদিনে ৫০৭ জনের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৪ লক্ষ ১৮ হাজার ৯৮৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৬৫২ জন। এ নিয়ে মোট করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা বেড়ে হল ৩ কোটি ৪ লক্ষ ২৯ হাজার ৩৩৯। গতকালের তুলনায় কিছুটা বাড়ল সক্রিয় রোগীর সংখ্যা। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মোট ৪ লক্ষ ৯ হাজার ৩৯৪ জন রোগী।

আরও পড়ুন:  ৬টি ইস্যুতে বিজেপিকে নিশানা করে বাদল অধিবেশনে সরব হবে তৃণমূল

এদিন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশে এখনও পর্যন্ত ৪১ কোটি ৭৮ লক্ষ ৫১ হাজার ১৫১ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২২ লক্ষ ৭৭ হাজার ৬৭৯ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় স্বাস্থ্যমন্ত্রক। কোভিড বিধি মেনে চলার পাশাপাশি ভ্যাক্সিনেশন প্রক্রিয়াতেও গুরুত্ব দিতে বলা হয়েছে। করোনার হাত থেকে রক্ষা করছে টিকা। তাই বারবার চিকিৎসকেরা করোনার সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য টিকার উপর জোর দিতে বলেছেন। লত উত্তর-পূর্বের রাজ্য ও কেরলের জন্য দেশের দৈনিক করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *