অধ্যাপক দিলীপ চক্রবর্তী জন্মশতবর্ষ উদযাপন সভা

নিউজ
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

অধ্যাপক দিলীপ চক্রবর্তীর জন্মশতবর্ষে প্রণামী সঙ্কলনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। শুক্রবার রোটারি সদনে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক নেতা প্রবোধচন্দ্র সিনহা। উপস্থিত ছিলেন কিরণময় নন্দ, মঞ্জু মোহন, ঢাকার বিশিষ্ট লেখক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা এবং মানবাধিকার কর্মী জনাব শাহরিয়ার কবির, জাতীয় আহ্বায়ক অরুণ শ্রীবাস্তব , পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সভাপতি সুধাংশু ভট্টাচার্য এবং আরও অনেকে।

অধ্যাপক দিলীপ চক্রবর্তী তৎকালীন পূর্ববঙ্গের ঢাকার ষোলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতামাতাকে ছোটবেলায় হারান তিনি। ঢাকা ও কলকাতায় শিক্ষা গ্রহণের পর তিনি গুয়াহাটি কটন কলেজ থেকে অর্থনীতি অনার্সে স্বর্ণপদক পান এবং এমএ এবং আইন পরীক্ষা পাশ করেন। সরকারি চাকরির প্রস্তাব ছেড়ে শিলচরের গুরুচরণ কলেজে, তারপর চারুচন্দ্র কলেজ এবং কলকাতার উমেশচন্দ্র কলেজে শিক্ষকতার পেশা বেছে নেন। দিলীপ চক্রবর্তী তৎকালীন শিক্ষামন্ত্রী মিঃ চাগলা এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে আলোচনা সাপেক্ষে শিক্ষকদের বেতন ও অন্যান্য সুবিধা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে সক্ষম হন।

আরও পড়ুন:  নারায়না মাল্টিস্পেশালিটি হসপিটালে হার্ট সংক্রান্ত একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি

তিনি ছিলেন শিক্ষক আন্দোলনের একজন দক্ষ নেতা। শিক্ষক সংগঠন ওয়েবকুটার প্রথমে সম্পাদক ও পরে সভাপতি হন। অল ইন্ডিয়া ফেডারেশন অফ ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এই সংগঠনেরও সম্পাদক এবং সভাপতিও হন তিনি। যার ফলে তিনি জাতীয় স্তরে শিক্ষক আন্দোলনকে শক্তিশালী করতে সক্ষম হন।

১৯৭১ সালে বাংলাদেশি উদ্বাস্তুদের সহায়তার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সহায়ক সমিতি প্রতিষ্ঠা করেন। ২০১২ সালে বাংলাদেশ সরকার এর জন্য তাঁকে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার অ্যাওয়ার্ড দিয়ে মরণোত্তর স্বীকৃতি জানায়। ১৯৭৭ সালে জরুরি অবস্থার পর তিনি জনতা পার্টির হয়ে কলকাতা দক্ষিণ কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁর ওপর আক্রমণের পরে হাসপাতালের বিছানা থেকে প্রচার চালিয়েও প্রচুর ভোটে জেতেন। অন্যায়ের বিরুদ্ধে নিরলস লড়াইয়ের জন্য পরিচিত শ্রী চক্রবর্তী শিলচর ভাষা আন্দোলন, তিব্বত আন্দোলন, চীনা আগ্রাসন প্রতিরোধ এবং আসাম উদ্বাস্তু আন্দোলনেও সক্রিয় ছিলেন।

আরও পড়ুন:  ‘আত্মনির্ভর সংগঠন ’ পুরস্কার পাচ্ছে বাংলা

একজন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজতান্ত্রিক আন্দোলনের আলোকবর্তিকা, অন্যায়ের বিরুদ্ধে নিরলস যোদ্ধা এবং প্রাক্তন সংসদ সদস্য হিসাবে তাঁর উত্তরাধিকার, অবদানকে সম্মান জানিয়ে এই শতবর্ষ স্মরণসভার আয়োজন করা হয় অধ্যাপক দিলীপ চক্রবর্তী জন্মশতবর্ষ উদযাপন কমিটির তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *