অক্টোবর থেকে প্রতি মাসে এক কোটি টিকা উৎপাদনের প্রতিশ্রুতি দিল জাইডাস ক্যাডিলা। শনিবার সাংবাদিক সম্মেলনে সংস্থার এমডি শর্বিল প্যাটেল এই আশ্বাস দিয়ে বলেন, দেরি করে অনুমতি পাওয়ায় টিকা উৎপাদনে কিছুটা দেরি হবে। তবে অক্টোবর থেকে উৎপাদনের হার বৃদ্ধি পাবে।
কেন্দ্র জানিয়ে দিয়েছে, ১২ বছরের উর্ধ্বে শিশুরা জাইকভ ডি ভ্যাকসিন নিতে পারবে। জরুরি ভিত্তিতে জাইডাস ক্যাডিলাকে টিকা তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সংস্থার তৈরি টিকার নাম জাইকভ-ডি। দুটি ডোজের পর তৃতীয় ডোজের টিকা দেওয়ার জন্য এই কোম্পানি আহমেদাবাদে সব ধরনের প্রস্তুতি নিয়েছে।
এমডি শর্বিল প্যাটেল এদিন বলেন, কারখানা তৈরিতে ছাড়পত্র পেতে দেরি হয়েছে দেড়মাস। তবে প্রাথমিক টিকা মজুত রাখা হয়েছে। পরবর্তী সময়ে ভারতেই টিকা তৈরি হবে।
ভারত সরকার এই সংস্থার থেকে অগস্টের মধ্য়ে পাঁচ কোটি টিকার ডোজ চেয়েছিল। কিন্তু সংস্থার তরফ থেকে বলা হয়েছে, এই কম সময়ের মধ্যে এই পরিমাণ টিকা তাদের পক্ষে তৈরি করা সম্ভব নয়। তবে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে তারা তিন থেকে চার কোটি জাইকভ ডি ভ্যাকসিন তৈরি করে ফেলতে পারবে।
উল্লেখ করা যেতে পারে, এই সংস্থা আগে হাম্প, মাম্পস, রুবেলা-সহ একাধিক ভ্যাকসিন বাজারে এনেছে। দেশের ২৭ হাজার জনের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল করে রিপোর্ট দাখিল করেছিল জাইডাক ক্য়াডিলা। তারপরেই মেলে ছাড়পত্র।