আজ রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হল। আগের তুলনায় কমানো হয়েছে বাইপ্যাপের (Bipap) হার। এখন আর একটানা নয়, প্রয়োজন বুঝে দেওয়া হচ্ছে বাইপ্যাপ। জানা গিয়েছে যে, তাঁর হৃদযন্ত্রে (Heart) সমস্যা পাওয়া গিয়েছে। মন্ত্রী স্থিতিশীল হলে তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি (Angiography) নিয়ে সিদ্ধান্ত হবে।
প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করেছিলেন, যত দ্রুত সম্ভব তাঁর অ্যাঞ্জিয়োগ্রাফি করাতে হবে। কিন্তু এখন তাঁরা বলছেন তাড়াহুড়োর কিছু নেই। সুব্রত আরও সুস্থ হলে অ্যাঞ্জিয়োগ্রাফির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সকালেই সাত সদস্যের মেডিক্যাল বোর্ড (Medical board) সকালে তাঁকে পরীক্ষা করেছেন।
হাসপাতাল সূত্রে খবর, অল্প অল্প করে সহজপাচ্য খাবার দেওয়া হচ্ছে তাঁকে। কখনও চিকিৎসকেরা উঠিয়ে বসাচ্ছেন কিন্তু, অধিকাংশ সময়ে শুয়েই থাকছেন ৭৫ বছর বয়সী বর্ষীয়ান নেতা। এখনও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। পর্যাপ্ত অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে। তবে সামান্য উন্নতি হওয়ায় প্রাতঃরাশও (Breakfast) করতে পেরেছেন বর্ষীয়ান মন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার সকালে প্রাতঃরাশের পর হাসপাতালের উডবার্ন ওয়ার্ডেই তিনি প্রবল শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা অনুভব করেন। এরপরই পঞ্চায়েতমন্ত্রীকে আইসিইউ-তে (ICU) স্থানান্তরিত করা হয়। এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসক সরোজ মণ্ডলের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।