ওয়ার্ল্ড অঙ্কুরাষ্ট্রা শতকান ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত হয় ওমেন্স সেলফ ডিফেন্স ক্যাম্প

এক্সক্লুসিভ নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

ওয়ার্ল্ড অঙ্কুরাষ্ট্রা শতকান ক্যারাটে ফেডারেশনের উদ্যোগে বারাসত সন্ধানী ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত হয় একটি ওমেন্স সেলফ ডিফেন্স ক্যাম্প। এই সংগঠনের সহ-সভাপতি সুজিত দের পরিচালনায় ওই ক্যাম্প আয়োজন করা হয়।

এদিনের এই ওমেন্স সেলফ ডিফেন্স ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বারাসাত মহিলা থানার সাব ইন্সপেক্টর দীপশিখা বার ও সাব ইন্সপেক্টর পায়েল বিশ্বাস।


এই ক্যাম্পের মূল উদ্যোক্তা সুজিত দে সাংবাদিকদের তিনি জানান প্রতি বছর এই ধরণের ক্যাম্পে মহিলা এবং শিশুদের জন্য বিশেষ কিছু আত্মরক্ষার পদ্ধতি শেখানো হয়, মূলত মহিলাদের মানসিক ভাবে জোর দিতেই এই ধরণের ক্যাম্প তারা আয়োজন করেন। সুজিত বাবু তিনি আরো বলেন এই ধরণের ক্যাম্প মহিলাদের ভবিষ্যতে আরো আত্মবিশ্বাসী হয়ে উঠতে সাহায্য করবে। এর পাশাপাশি আমরা আগামীদিনে মহিলাদের বিনামূল্য প্রশিক্ষনের ব্যবস্থাও করবো।

আরও পড়ুন:  বনদফতরের গোপন অভিযানে হাবড়া থেকে উদ্ধার ২৯২ টি কচ্ছপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *