কমল গুহ
বারাসাত: শুক্রবার উত্তর ২৪ পরগনা বারাসাতের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সভাগৃহে দ্বিতীয় পর্যায়ে সর্বভারতীয় পুরস্কার জয়ী সংগঠন ভারতীয় জন সেবা মিশনের উদ্যোগে হয়ে গেল বিনামূল্যে ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন বিষয়ক এক বিশেষ প্রশিক্ষণ। লক্ষ্য উদ্যোগী তৈরি করা। সরকারি আধিকারিক, ব্যাংক প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৪০ জন উদ্যোগী এই প্রশিক্ষণ নেন। এ বিষয়ে আমাদের মুখোমুখি হয়ে ভারতীয় জন সেবা মিশনের চেয়ারম্যান অ্যান্ড সি ই ও শিবাজী চট্টোপাধ্যায় জানান, ভারতীয় জন সেবা মিশন এই বিশেষ উদ্যোগীদের ট্রেনিং এর পাশাপাশি সারা বছর বিভিন্ন পরামর্শ বিনামূল্যে দিয়ে থাকে। সাধ্যমত সব সময় আমরা উদ্যোগীদের পাশে থাকি। আমরা চাই উদ্যোগীরা বড় হয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতিকে সমৃদ্ধ করুক এবং দেশকে পথ দেখাক।