“প্রটেক্ট দ্যা ওয়ারিয়ারস” নামে চিকিৎসকদের একটি সংগঠনের পক্ষ থেকে কোভিড বিধি মেনে পুজো করার জন্য বারাসত নবপল্লী কাঁঠালতলা দুর্গাপুজো কমিটিকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়। জেলার পুজো পরিক্রমা করার পর এই সংগঠনের পক্ষে ডাঃ বিবর্তন জানান তাদের সংগঠনের সম্পাদক ডাঃ অভিক ঘোষের নেতৃত্বে শীঘ্রই এই পুজো কমিটিকে কলকাতায় ডেকে পুরস্কার দেওয়া হবে। করোনা বিধি মেনে পুজো করার জন্য কাঁঠালতলার পুজো মণ্ডপে গিয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান টানা আট বছর বারাসতের নবপল্লী কাঁঠালতলা দুর্গাপুজো কমিটি পুজোর খরচ বাঁচিয়ে যেভাবে মানব সেবা করে যাচ্ছে তা এক কথায় দৃষ্টান্ত।
বারাসত নবপল্লী কাঁঠালতলা দুর্গাপুজো কমিটিকে পুরস্কৃত করার কথা ঘোষণা করা হয়।
সময় লাগবে পড়তে: < 1 মিনিট