কলকাতা: খড়দা থানা এলাকায় বিটি রোডের উপর দুর্ঘটনা ঘটে। কলকাতা থেকে আসা ব্যারাকপুরমুখী ৭৮ নম্বর বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে লরির পেছনে ধাক্কা মারে।
দুর্ঘটনায় ড্রাইভার বাসের ভিতরেই আটকে যায়। এর পরেই এলাকার বাসিন্দারা বাসের চালককে তার কেবিন থেকে থেকে বের করে আনে। এরপর আহত ওই চালককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালকের একটি পা গুরুতর ভাবে যখম হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
যাত্রীরাও অল্প বিস্তার আহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তদন্তে নেমেছে খরদা থানার পুলিশ। ঘটনায় বিটি রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।