পুজোয় বেড়াতে গিয়ে বাড়ির সর্বস্ব খোয়ালেন বারাসতের বাসিন্দা,

নিউজ ব্রেকিং রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

সৌদীপ ভট্টাচার্য, পুজোয় সপরিবারে বেড়াতে গিয়েছিলেন বারাসত রথতলা সংলগ্ন এলাকার বাসিন্দা শুকুন্তলা বিশ্বাস ও শক্তি চৌধুরী। শনিবার দার্জিলিং থেকে ফিরে তারা দেখেন তার বাড়ির সর্বস্ব্য লুঠ করেছে দুষ্কৃতীরা। এমনই ঘটনা ঘটেছে বারাসাতের রথতলার যুগিপাড়ার বাসিন্দা শকুন্তলা বিশ্বাস ও শক্তি চৌধুরীর। শকুন্তলা বিশ্বাসের রথতলা জুগিপাড়া লেনে তার বাপের বাড়িতে দম্পতি থাকেন।গত ৯ তারিখ তারা দার্জিলিং বেড়াতে যান।এদিন সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন সব লন্ডভন্ড।একতলার বাথরুমের জানলা ভেঙ্গে ঢুকে বাড়ির সব মূলবান জিনিষ খোয়া গেছে তাদের।শকুন্তলা বিশ্বাসের অভিযোগ তাঁদের বিয়ের বেনারসি থেকে শুরু করে গহনা সবই নিয়েছে চোরে রা।এমন কি বাথরুমের কল ইনভার্টার ও ব্যাটারি সবই নিয়ে গেছে চোরেরা। শকুন্তলা বিশ্বাসের দাবী চোরে তার প্রায় কয়েক লক্ষ টাকার জিনিষ চুরি গেছে।এলাকার যুবক তাপস মজুমদারের দাবী দিন দশেক ধরে এই পাড়ায় পর পর তিনটে বাড়িতে চুরির ঘটনা ঘটেছে।কিন্তু পুলিশ এখনও পর্যন্ত কোন সুরহা করতে পারেনি।বরং তাঁর অভিযোগ জেলা সদর শহরের পুলিশ উদাসীন বলেই বাড়ছে এমন বড়সড় চুরির ঘটনা। বারাসত থানার পুলিশ সূত্রে জানা গেছে চুরির ঘটনার তদন্ত শুরু হয়েছে। বারাসতের বিভিন্ন এলাকায় রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।

আরও পড়ুন:  জলমগ্ন এলাকা, লক্ষ্মীর আরাধনা এবার করছেন না অশোকনগরের বাসিন্দারা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *