জলমগ্ন এলাকা, লক্ষ্মীর আরাধনা এবার করছেন না অশোকনগরের বাসিন্দারা

ব্রেকিং রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

সৌদীপ ভট্টাচার্য. এগিয়ে বাংলা : বৃষ্টির জলে ভেসে গেছে এলাকা। বাড়িতেও রয়েছে জল। প্রায় শতাধিক পরিবার রয়েছে জলমগ্ন অবস্থায় । জল ভেঙে আসতে পারবে না পুরহিতও তাই বেশিরভাগ ঘরে হবে না লক্ষ্মী পুজো ।
এমনটাই অবস্থা অশোকনগর পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের তরুণপল্লী এলাকা। প্রায় এক মাসেরও বেশিদিন ধরে জলমগ্ন শতাধিক পরিবার । বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কেটেছে এই জলমগ্ন অবস্থাতেই । অনেকেই দুর্গা ঠাকুরের মুখ দেখতে পর্যন্ত দেখতে পারেনি । দুর্গা পুজোর শেষে লক্ষ্মী পুজো হিন্দু বাঙালির ঘরে ঘরে ধনদেবীর আরাধনা হলেও এই তরুণ পল্লী এলাকায় বেশিরভাগ ঘরেই হবে না লক্ষ্মী পুজো । পুরো রাস্তা জলমগ্ন ।কারো কারো ঘরে পর্যন্ত জল ঢুকে গিয়েছে। জল জমে থাকায় সাপ, পোকা-মাকড়ের উৎপাত দিনে দিনে বেড়েই চলেছে। পাশাপাশি বাড়ছে রোগব্যাধি। লক্ষ্মী পুজো দেওয়ার জন্য পুরোহিত মশাইকে একাধিকবার অনুরোধ করেছে তারা কিন্তু এই জল পেরিয়ে পুজো দিতে আসতে পারবে না কোন পুরোহিত এমনটাই জানালেন জলবন্দি এলাকার সাধারণ মানুষ। তাই এ বছর ওই এলাকায় কোন বাড়িতেই হচ্ছে না লক্ষ্মী পুজো। দুদিন আগে অবশ্য এলাকার বিধায়ক ও পৌর প্রতিনিধিরা জলমগ্ন এলাকা পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ।তবে কত দিনে জল নামানো সম্ভব হবে তা স্পষ্ট নয় ।

আরও পড়ুন:  রাজ্যে জুড়ে ফের একবার শুরু হতে চলেছে দুয়ারে সরকার কর্মসূচি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *