মধ্যমগ্রামে দ্বিতীয় বর্ষ এমেলে কাপ সূচনা হল রবিবার

এক্সক্লুসিভ নিউজ রাজনীতি রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

মধ্যমগ্রামে দ্বিতীয় বর্ষ এমেলে কাপ সূচনা হল ,রবিবার মন্ত্রী রথীন ঘোষ শুভ সুচনা করেন মাইকেলনগর থেকে। মধ্যমগ্রাম ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে শুরু হয়। এদিন একঝাঁক প্রাক্তন সসনামধন্য ফুটবলার ও মন্ত্রী রথীন ঘোষ ফুটবল সহ খেলাধুলা নিয়ে সর্বদাই সহযোগিতা হাত বাড়িয়ে দেন,আগামী ১৭ তারিখ থেকে শুরু হবে MLA কাপ।কলকাতা মাঠে সেখানে প্রাক্তন বর্তমান খেলাওয়াররা থাকবে।

 

আজ শুভ সূচনা হলো ঘোড়ার গাড়ি সাথে অগুনতি বাইক ও ছিলো চোখে পড়ার মত।মধ্যমগ্রাম মাইকেল নগর থেকে শুরু হয়ে সাঝিরহাট পর্যন্ত । এই MLA কাপে সকল পুরপ্রধানদের ঐকান্তিক অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতার মধ্য দিয়ে ফুটবলের প্রতি মানুষের একাগ্রতা অনেকটাই বেড়েছে বলে মন্ত্রী মনে করেন আরও বলেন খেলাধুলা সহযোগিতা সবসময় ছিলো এবং থাকবে।আগামী। কয়েকদিন ধরে এই ফুটবল জ্ব্ররে গা ভাসাবে মধ্যমগ্রাম বাসী।

আরও পড়ুন:  আদিবাসীদের সংস্কৃতি রক্ষা করার দায়িত্ব আমাদের- ঝাড়গ্রামে বার্তা মমতার

১৭ ই ডিসেম্বর থেকে ৪ ই জানুয়ারি পর্যন্ত প্রতিযোগিতা।মোট ৭টি টিম অংশগ্রহণ করেছে।ইমামি ইস্ট বেঙ্গল,এরিয়ান্স ক্লাব,জর্জ টেলিগ্রাফ,ক্যালকাটা কাস্টম,আসুজ রেনবো,নেতাজি ব্রিগেড উত্তরপাড়া,ইউনাইটেড এফ সি, এই ৭ টি টিম এর মধ্যে প্রতিযোগিতা হবে।কলকাতা মাঠে সনামধন্য খেলোয়াড়দের দেখতে এদিন মধ্যমগ্রাম বসুনগর মাঠে মানুষের ভির উপচে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *