বারাসত নাগরিক থিয়েটারের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও মনোজ্ঞ নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত হয় রবিবার। এই থিয়েটারের সম্পাদক সুভাষ মুখার্জী জানান সারাদিনব্যাপী তাদের এই কর্মসূচি অনুষ্ঠিত হয় বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ধীমান চ্যাটার্জী রক্তদান আন্দোলনে নেতা অপূর্ব ঘোষ সহ বিশিষ্টরা।
স্বেচ্ছায় রক্তদান শিবির ও মনোজ্ঞ নাট্য সন্ধ্যা অনুষ্ঠিত হল বারাসত নাগরিক থিয়েটারের উদ্যোগে
সময় লাগবে পড়তে: < 1 মিনিট