২৭ তারিখ থেকে প্রায় দেড়মাস বন্ধ থাকবে ব্যারাকপুর-বারাসাত রোড

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা ডেস্কঃ ব্যারাকপুর পৌরসভার তত্ত্বাবধানে ব্যারাকপুর বারাসাত রোডের উপর সুয়ারেজ সিস্টেমের কাজ শুরু হতে চলেছে আগামী ২৭ তারিখ থেকে আর এই কাজের জন্য ব্যারাকপুর পৌরসভা ও PWD’র পক্ষ থেকে জানানো হয় মাস দেড়েকের জন্য ব্যারাকপুর বারাসাত রোড গাড়ি চলাচল বন্ধ থাকবে।

ব্যস্ততম ব্যারাকপুর বারাসাত রোড বন্ধ রাখার সিদ্ধান্ত সাধারণ মানুষকে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হবে।ভবিষ্যতের পরিকল্পনা আরও উন্নতির জন্য মানুষকে কিছুদিন এই অসুবিধার মধ্যে পড়তে হবে এমনটাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস।

বাসুদেব ঘোষ নামে এক পথচারী জানান, এই রাস্তাটি অন্যতম ব্যাস্ত একটি রাস্তা। এই রাস্তা দিয়ে বাস ট্রাক চলাচল করে। এছাড়াও স্কুল কলেজ অফিস যাওয়ার জন্য এই রাস্তাই ব্যবহার করা হয় । তবে রাস্তাটিকে যদি মাস দেড়েকের জন্য বন্ধ রাখা হয় তাহলে বেশ সমস্যা হবে।

আরও পড়ুন:  পুজোয় বেড়াতে গিয়ে বাড়ির সর্বস্ব খোয়ালেন বারাসতের বাসিন্দা,

প্রশাসনের কাছে তাঁর দাবি, উন্নয়ন প্রকল্পে রাস্তার কাজ হচ্ছে তা অত্যন্ত ভালো বিষয়। তবে জনসাধারণকে যাতে অসুবিধায় না পড়তে হয় সেই ব্যবস্থাও যেন পৌরসভা করে। পাশাপাশি তিনি বলেন, এই রাস্তার কাজ হওয়ায় পরবর্তীকালে সুবিধা সেখানকার স্থানীয় বাসিন্দাদেরই হবে। সেক্ষেত্রে কিছুদিনের অসুবিধা মেনে নিতে হবে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *