barasat municipality

বারাসাতে গঠন হল CIC, পুরোনোদের বিদায় জানিয়ে অন্তর্ভু্ক্তি নতুন ২

নিউজ রাজ্য
সময় লাগবে পড়তে: < 1 মিনিট

এগিয়ে বাংলা নিউজডেস্কঃ দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বারাসাতে গঠিত হলো CIC। সেই বোর্ডের ৫ জন সদস্যের মধ্যে তিনজন সদস্য আগেও CIC হিসেবে কাজ করেছেন। এবার আরো নতুন দুজন সেই তালিকাভুক্ত হয়েছেন। বারাসাতে CIC তে যারা থাকছেন, তারা হলেন অরুণ ভৌমিক,চম্পক দাস, পান্নালাল বসু, সৌমেন আচার্য, অভিজিৎ নাগ চৌধুরী।

অরুণ ভৌমিককে দায়িত্ব দেওয়া হয়েছে pwd ডিপার্টমেন্টের। চম্পক দাস ইলেকট্রিক ও লাইটের দায়িত্ব পেয়েছেন। জলের দায়িত্ব পেয়েছেন পান্নালাল বসু। শিক্ষার দায়িত্ব পেয়েছেন সৌমেন আচার্য। অভিজিৎ না চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের। যার মধ্যে থাকছে জঞ্জাল সাফাই থেকে শুরু করে স্বাস্থ্য পরিকাঠামো।

প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বারাসাত পৌরসভার বোর্ড গঠন নিয়ে চলছে চাপানোতোর। বিগত ১২ বছর বারাসাত পৌরসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন বর্ষীয়ান নেতা সুনীল মুখোপাধ্যায়। এবার পুরভোটে জয়ী হলেও দল তাঁকে চেয়ারম্যানের দায়িত্ব দেয়নি।

আরও পড়ুন:  লিভারের হাইডেটিড সিস্টে আক্রান্ত ব্যক্তির জীবন বাঁচিয়ে নজির বারাসাতের নারায়ণা হাসপাতালের

শুধু তাই নয়, অনেকেই আশা করেছিলেন হয়তো CIC হিসেবে কোন গুরু দায়িত্ব পেতে চলেছেন তিনি। তার কারণ বিগত ১২ বছর ধরে বারাসাত পৌরসভার চালকের আসনে থাকায় তাঁর অভিজ্ঞতা অন্যান্যদের তুলনায় বেশি। CIC হিসেবে তালিকায় নেই, বিদায়ী উপ পুরপ্রধান সমীর তালুকদারের নামও। যদিও কেন তারা বাদ পড়লেন, সেই বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

দীর্ঘ টালবাহানার পর CIC গঠন হওয়ায় আগামী দিনে জনগণের স্বার্থে কতটা পরিষেবা মানুষকে পৌঁছে দিতে পারছেন সে দিকেই নজর রয়েছে বারাসাত বাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *