এগিয়ে বাংলা ডেস্কঃ বছর পেরোতে না পেরোতেই ফের আগুন শুশুনিয়া পাহাড়ে।শনিবার সন্ধ্যা থেকেই শুশুনিয়া পাহাড়ের একাংশ দাউ দাউ করে জ্বলতে শুরু করে। গতবছরও আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে ছিল এলাকায়। গতবছরও পাহাড়ের চূড়ায় কে বা কারা আগুন লাগিয়ে দেয় যার ফলে একাধিক গাছপালা ও বন্য জন্তুর ক্ষয়ক্ষতি হয়।
আর তার কয়েক মাস পরেই সেই ঘটনার পুনরাবৃত্তি। তবে কে বা কারা আগুন লাগালো তা নিয়ে ধন্ধে বনদপ্তরের আধিকারিকরা। তবে স্থানীয় গ্রামবাসীদের দাবি দোল উৎসবে আসা পাহাড়ে আগত পর্যটকরা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি উপস্থিত হয় বনদপ্তরের আধিকারিক, কর্মীসহ ছাতনা থানার পুলিশ।
কিন্তু আগুনের লেলিহান শিখার তীব্রতা এতটাই যে রীতিমতো হিমশিম খেতে হয় বনকর্মীদের। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন আসে তবে পাহাড়ের একেবারে উর্ধাংশে আগুন লাগায় ফিরে যেতে হয় দমকল বাহিনীকে। রবিবার বেলার দিকে সেই আগুনে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন বন দফতর ও দমকলের কর্মীরা। যদিও পাহাড়ের সামগ্রিক পরিবেশ নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন পরিবেশবিদরা।
শুশুনিয়া পাহাড়ের আশেপাশে গ্রামে থাকা বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, শনিবারের অগ্নিকাণ্ডের ঘটনায় পাহাড়ের গায়ে থাকা ঘন বনভূমির যেমন ব্যাপক ক্ষতি হয়েছে, তেমনই ক্ষতি হয়েছে বন্যপ্রাণীদেরও। আগুন লাগার ঘটনায় প্রচুর জীবজন্তুর মৃত্যু হয়েছে বলেও এদিন দাবি করেছেন তাঁরা।