এগিয়ে বাংলা ডেস্কঃ রাজ্যে মহিলাদের নিরাপত্তা বৃদ্ধি করার লক্ষ্যে রাজ্যে আরও ২০টি নতুন মহিলা থানা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা বানাতে চাইছে। সেই কারনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুই দফায় আরও ২০টি মহিলা থানা গড়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
নবান্ন সিদ্ধান্ত নিয়েছে যে রাজ্যের যে সব পুলিশ জেলায় এখনও কোনও মহিলা থানা নেই সেগুলিতেই প্রথম দফায় মহিলা থানা খোলা হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই যে নতুন ২০টি মহিলা থানা খোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সেই সব থানায় ইনস্পেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সব স্তরেরই মহিলা পুলিশকর্মী থাকবেন।
রাজ্যে প্রথম মহিলা থানা তৈরি হয় ২০১২ সালে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে। নতুন করে দু’দফায় আরও মহিলা থানা গড়া হলেও বাহিনীতে মহিলা পুলিশকর্মীর সংখ্যা সে-ভাবে বাড়েনি। বর্তমানে রাজ্য পুলিশে মহিলা কর্মীর সংখ্যা ন’হাজারের কাছাকাছি।
তাঁদের মধ্যে মহিলা ইনস্পেক্টর রয়েছেন মাত্র ২৩ জন। সাব-ইনস্পেক্টরের সংখ্যা ৩৭০। মহিলা কনস্টেবল আছেন সাড়ে আট হাজারের মতো। এ ছাড়া রাজ্যের হাতে রয়েছে দু’হাজারের বেশি মহিলা হোমগার্ড এবং এনভিএফ কর্মী। তাই রাজ্য পুলিশ ও বিভিন্ন পুলিশ কমিশনারেটেও মহিলা পুলিশকর্মী বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।