এগিয়ে বাংলা ডেস্কঃ কোভিশিল্ডের দুটি ডোজের ক্ষেত্রে নতুন গাইডলাইন। জানা যাচ্ছে, কোভিশিল্ডের দুটি ডোজের ক্ষেত্রে ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানের দরকার নেই। ১২ সপ্তাহের পরিবর্তে কোভিশিল্ডের প্রথম ডোজ নেওয়ার ৮ সপ্তাহ পরেই নেওয়া যাবে দ্বিতীয় ডোজ। কেউ চাইলে ১৬ সপ্তাহের মাথাতেও এই দ্বিতীয় ডোজ নিতে পারেন।
সম্প্রতি কোভিশিল্ডের ক্ষেত্রে এমন পরিবর্তন আনার সুপারিশ করেছে টিকাকরণের ক্ষেত্রে ভারতের এই শীর্ষ সংস্থা। ইতিমধ্যেই ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশন কোভিশিল্ডের টিকাকরণের সময়সীমার ক্ষেত্রে এই পরিবর্তনের কথা ভারত বায়োটেককে জানিয়েছে। তবে এই প্রসঙ্গে ভারত বায়োটেক এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌছায়নি।
কোভ্যাকসিনের প্রথম টিকা নেওয়ার ২৮ দিন পরেই নেওয়া যাবে কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ। সম্প্রতি গবেষণায় দেখা গিয়েছে, কোভিশিল্ডের দ্বিতীয় ডোজটি আট সপ্তাহের পর দেওয়া হলে মানুষের শরীরে যা অ্যান্টিবডি তৈরি হচ্ছে ১২ থেকে ১৬ সপ্তাহের ব্যবধানে ওই টিকা নিলেও একই অ্যান্টিবডি প্রতিক্রিয়া হবে।