এগিয়ে বাংলা ডেস্কঃ ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসের দিনই বাংলার মুকুটে যুক্ত হবে আরও একটি পালক। দিল্লির বিজ্ঞান ভবনে বাংলার হাতে তুলে দেওয়া হবে ‘আত্মনির্ভর সংগঠন ’ পুরষ্কার।
মহিলাদের নিয়ে স্বনির্ভর গোষ্ঠী পরিচালনা করা ও সমবায় ক্ষেত্রতে বিশেষ অবদানের জন্য এই পুরষ্কার পাচ্ছে বাংলা। বীরভূম জেলার নিত্য সঙ্ঘ মহিলা সেলফ হেল্প গ্রুপ কো অপারেটিভ সোসাইটি লিমিটিডের হাতে এই পুরষ্কার তুলে দেওয়া হবে।
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে এই পুরষ্কার দেওয়া হবে। গুজরাত ও উত্তরপ্রদেশকে পেছনে ফেলে বাংলার মহিলা স্বনির্ভর গোষ্ঠীর এই এগিয়ে যাওয়া যথেষ্ঠ তাতপর্যপূর্ণ। সূত্রের খবর, এই পুরষ্কার প্রাপকদের তালিকায় ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, অসম, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ সহ নানা রাজ্যের নাম রয়েছে।
ইতিমধ্যেই এই স্বীকৃতির খবরে পঞ্চায়েত দফতরের আধিকারিকরা যথেষ্ট খুশি। এই স্বীকৃতির জেরে মুখ্যমন্ত্রীর অবদানকেও স্বীকার করেছেন অনেকেই। বাংলায় মহিলাদের ক্ষমতায়ন, স্বনির্ভর গোষ্ঠী মাধ্যমে গ্রামের মহিলাদেরও আর্থিক স্বনির্ভরতার পথ দেখাচ্ছে রাজ্য। আর সেই কাজই এবার জাতীয় ক্ষেত্রে স্বীকৃতি পাচ্ছে।