এগিয়ে বাংলা ডেস্কঃ মঙ্গলবার থেকে চলা উত্তর বঙ্গে ভারী বৃষ্টির ফলে শিলিগুড়ির মাটিগাড়ার বালাসন সেতুর একটি পিলারে ফাটল দেখা যায়। এর জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেতুর উপর দিয়ে যান চলাচল। এদিন স্থানীয়দের বিষয়টি প্রথমে বিষয়টি নজরে আসলে তারাই খবর দেয় প্রশাসনকে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ যানচলাচল বন্ধ করে দেয় বলাসন সেতুর উপর দিয়ে। ঘুর পথে নৌকাঘাট নিয়ে চলাচল করে হয় সকল যানবাহনকে। পুরো পরিস্থিতি উপর নজর জেলা প্রসাশনের।
পাশাপাশি এদিন ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় শিলিগুড়ি পুলিশ কমিশনার গৌরভ শর্মা। সম্পূর্ণ বিষয় পরিদর্শন না হওয়া পর্যন্ত সেতুতে যানবাহন চলাচল সীমিত করা হয়েছে বললে জানান জেলা শাসক এস পুলাম্বান।
পাশাপাশি মহানদী কার্শিয়ান থেকে সুকনা যাওয়ার এন এইচ ৫৫ এ ভূমিধসের ঘটনা ঘটেছে। তবে রোহিণী রোড, পঙ্কাবাড়ী রাস্তা যান চলাচলের জন্য উন্মুক্ত করচ্ছে।
এছাড়া দার্জিলিং জেলার জেলা শাসক জানান পোখরিয়াবং থেকে সুখিয়াপোকরি, ঝুম থেকে বিজনবাড়ি রাস্তায় ভূমিধসের ঘটনা ঘটেছে।যুদ্ধকালীন পরিস্থিতিতে ধস সরানোর কাজ শুরু হয়েছে।
এছাড়া মান্যভঞ্জিয়াং থেকে রিম্বিক রোডে একটি ছোট ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। অন্য দিকে দার্জিলিং স্টেশন এর ওপরে এলাকায় ও ধস নামে। খবর পেয়ে ঘটনাস্থলে প্রশাসনের সাথে কাজ করছেন দার্জিলিং টাউন তৃণমূল কংগ্রেসের কর্মীরাও।
স্থানীয়দের দাবি বুধবার সকালে বৃষ্টি জেরে মাটি আলগা হয়ে এদিয়ে দেওয়ার ভেঙে পরে যায়। তবে ধটনায় কোনো হতাহতের খবর না থাকলেও দুশ্চিন্তায় স্থানীয়রা। ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দার্জিলিং টাউন কংগ্রেসের সদস্যরা। পাশাপাশি পুরো পরিস্থিতির ওপর নজর রেখেছে জেলা প্রশাসন।