সৌদীপ ভট্টাচার্য: মহালয়ার দিনেই জন্ম নবপল্লী ভদ্রবাড়ি জলের ট্যাংক এলাকার বাসিন্দা মহামায়া রাযের। তাই এই দিনটিকে সামনে রেখে প্রতিবছরই দুর্গাপুজোর আগে মহালয়ার দিন থেকেই গরিব দুস্থ মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেন তিনি। এই বছরেও এই কাজ করেছেন তিনি। মহামায়া রায়ের এই কাজে তাকে সাহায্য করে থাকেন তার স্বামী প্রাক্তন সেনাকর্মী অমল রায় ও ছেলে অমলেন্দু রায়। মহালয়ার দিন থেকে এই কাজ শুরু হলেও দুর্গাপুজো ও কালিপুজোতেও নতুন বস্ত্র তিনি গরিব দুস্থ মানুষদের মধ্যে বিতরণ করবেন বলে জানান মহামায়া রায়। তিনি জানান তার ছেলের নবপল্লী ছোটবাজার সংলগ্ন এলাকায় একটি ওষুধের দোকান রয়েছে। তিনি ওই দোকানে সামনেই তার এই নতুন বস্ত্র বিতরণ কর্মসূচি চালান বলেও জানান তিনি। মহামায়া রায়ের ছেলে অমলেন্দু রায় জানান মা মহামায়া রায়ের নামেই তার দোকান মহামায়া মেডিকেল। তার মায়ের ইচ্ছা মতো পুজোর সময়ে এই বস্ত্র বিতরণ কর্মসূচি করতে পেরে তিনিও যথেষ্ট খুশি। আগামী দিনের তার মায়ের ইচ্ছা অনুযায়ী এই সামাজিক কাজ চালিয়ে যাবার ইচ্ছা আছে অমলেন্দু রায়ের। ব্যবসায়িক প্রতিষ্ঠানে মায়ের ইচ্ছাতে এই বস্ত্রবিতরণ কর্মসূচিতে অমলেন্দু রায় কে ধন্যবাদ জানান নবপল্লী ছোট বাজার এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে বাসিন্দারাও।
মহালয়ার দিনই জন্ম মহামায়া রায়ের এই দিনটিকে সামনে রেখে মহালয়া ও কালি পুজোর দিন গরিব মানুষের হাতে বস্ত্র তুলে দেন তিনি।
সময় লাগবে পড়তে: < 1 মিনিট