কমল গুহ . হৃদয়পুর প্রণব কন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবের সমাপন আজ সংঘের প্রধান কার্যালযে এক বিশেষ স্মরণিকা প্রকাশ এর মধ্যে দিয়ে।
হৃদয়পুর প্রণব কন্যা সংঘ ১৯৭১ সাল থেকে অবিভক্ত 24 পরগনা জেলার প্রথম মহিলা সংগঠন হিসেবে মানব সেবায় কাজ করে আসছে। মূলত আর্তপীড়িত, নিপীড়িত ও দুস্থ মহিলাদের কর্ম সংস্থানের মধ্যে দিয়ে স্বনির্ভর করে তোলা এবং কন্যাশিশুদের নিখরচায় শিক্ষা প্রদানের মধ্যে দিয়ে সমাজে প্রতিষ্ঠিত কড়াই প্রণব কন্যা সংঘের মূল লক্ষ্য।
প্রসঙ্গত উল্লেখযোগ্য দুই হাজার কুড়ি সালে সূচনা হয় প্রণব কন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসবে র। উৎসবের সূচনা করেন ভারত সেবাশ্রম সংঘের সভাপতি মাধব আনন্দ জি মহারাজ। গত এক বছর ধরে প্রণব কন্যার সঙ্গে সুবর্ণ জয়ন্তী উৎসব রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় পালিত হওয়ার কথা থাকলেও করণা সংক্রমনের জন্য সেই উৎসব বাতিল করা হয়।
এদিন হৃদয়পুরের সংঘের প্রধান কার্যালয় দুর্গা মণ্ডপে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো স্মরণিকা প্রকাশের মাধ্যমে প্রণব কন্যা সংঘের সুবর্ণ জয়ন্তী উৎসব।